যশোর আজ রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
নড়াইলে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার হয়েছে।
নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের খাসিয়াল উত্তরপাড়া মোল্যা গ্রুপ ও শেখ গ্রুপ এর মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ সময় নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামি হাসিব মোল্যা ও মোঃ মিকাইল মোল্যা নামের ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে ২টি ঢাল, ২টি ফুলকুচি, ১টি রামদা, ১টি চাপাতি ও ৮টি সরকি উদ্ধার হয়।

গ্রেফতারকৃত হাসিব মোল্যা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজিরহাট গ্রামের মোঃ বেলাল মোল্যার ছেলে ও মোঃ মিকাইল মোল্যা নড়াইল জেলার নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।

এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মানুষের জান মালের নিরাপত্তায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - সারাদেশ