দেশের পুঁজিবাজারে মূলধন বেড়েছে। কিছু দিন ধীরগতিতে থাকলেও গেলো সপ্তাহে সূচকের বড় ধরনের উত্থানে কেটেছে। এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৭৬ কোটি ৬৮ লাখ টাকা। তবে লেনদেনের পরিমাণ কমেছে।
শনিবার ( ১৩ নভেম্বর ) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই ) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫১ হাজার ৫৫৮ কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৯১১ কোটি ৯৬ লাখ ৪১ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ( সিএসই ) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৯ হাজার ৮৭৫ কোটি ৩২ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৪০ কোটি ৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন বেড়েছে ৬ হাজার ১৬৪ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১১ হাজার ৭৬ কোটি ৬৮ লাখ টাকা।
গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৮৯৮ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৬ হাজার ৪৩০ কোটি ৪০ লাখ ৯২ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ৫৩১ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার টাকা বা ৮.২৭ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৮০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে গেলো সপ্তাহে ৩৭৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৪১ টির, কমেছে ২৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির শেয়ার ও ইউনিট দর।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ( সিএসই ) গেলো সপ্তাহে ১৬৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০৮ কোটি ৬১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।
সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৯৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩১৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৬৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে গেলো সপ্তাহে ৩৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১২৯টির, কমেছে ১৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।