জৈষ্ঠ্য প্রতিবেদক :: খুলনা- ৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখহাসিনা দক্ষিনাঞ্চেলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। আওয়ামীলীগক্ষমতায় থাকলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়ন হয়।
সারাদেশের যোগাযোগ ব্যবস্থায় দক্ষিনাঞ্চলের সাথে রেল,সড়ক পথে সংযোগ স্থাপন হয়েছে।এখন খুলনার মানুষ মোংলাবন্দর থেকে ট্রেনে অল্প খরচে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে পারবে। ফুলতলা থেকে মোংলায় রেললাইন স্থাপন করেছে এই সরকার। যারফলে মোংলাবন্দর থেকে কম খরছেপাশ^বর্তি দেশ ভারতে পণ্য আনা নেওয়া করতে পারবে। তাই দক্ষিণাঞ্চলসহ সারাদেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।
বৃহস্পতিবার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের বেজেরডাঙ্গা মোড়, দক্ষিণডিহির রবীন্দ্র কমপ্লেক্স, নাওবাড়ি, বেলতলামন্দির, পায়গ্রামকসবা, যুগ্নীপাশা, ফুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পথসভা,জনসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।
নারায়ন চন্দ্র এমপি আরও বলেন, দেশে বিএনপি-জামায়াত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আন্দোলনের নামে মানুষের জান-মালের ক্ষতি করছে। বিএনপি- জামায়াত জোটের দেশ বিরোধী কর্মকান্ড প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার সুযোগ দিতে তিনি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএম আঃ ছালাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, এ্যাডঃ তারিক হাসান, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, বিলকিস আক্তার ধারা, ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃনাল হাজরা, কামরুজ্জামান নান্নু, জেলা যুবলীগের সাবেক নেতা সরদার জাকির হোসেন, হেদায়েত হোসেন লিটু, শহিদুল্লাহ প্রিন্স, আরশাফুল আলম কচি, চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মুশসিক সাগর,খায়রুল আলম,বিকাশ রায়, সোহাগ মোল্যা, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, শেখ আবুল কালাম,হাবিবুর রহমান, নাজমুল হোসেন সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মইনুলইসলাম নয়ন প্রমুখ।