পোস্ট ডেস্ক :: সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান দেশত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তিনি রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষমান ছিলেন । রাত ১১টা ২০ মিনিটের দিকে এমিরেটসের ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় রাত ১টার দিকে। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান ডাঃ মুরাদ হাসান। সূত্র জানায়, কানাডা যেতে টিকিট কেটেছেন তিনি। একই ফ্লাইটের অন্যান্য যাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় ফ্লাইটটি ছাড়তে দেরি হয়।
Discussion about this post