যশোর আজ শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দুর্নীতি মামলায় ইমরান খান ও স্ত্রী বুশরার কারাদণ্ড

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ১৮, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ
দুর্নীতি মামলায় ইমরান খান ও স্ত্রী বুশরার কারাদণ্ড
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির এ মামলার রায় শুক্রবার ( ১৭ জানুয়ারি )ঘোষণা করা হয়েছে। আদিয়ালা কারাগারের অস্থায়ী আদালতে বিচারক নাসির জাভেদ রানা এ রায় ঘোষণা করেন।

রায়ে ইমরানকে ১৪ বছরের এবং বুশরাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আদালত ইমরান ও বুশরার যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ রুপি জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের কারাদণ্ড ছয় মাস এবং তিন মাস বাড়বে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রায়ে বলা হয়েছে, ভুয়া ট্রাস্ট আল-কাদির ইউনিভার্সিটি প্রজেক্ট ট্রাস্ট-এর সম্পত্তি জাতীয় জবাবদিহি অধ্যাদেশ, ১৯৯৯-এর ধারা ১০( ক ) অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অধীনে বাজেয়াপ্ত করা হলো।

রায় ঘোষণার পর আদালত থেকে বুশরা বিবিকে গ্রেফতার করা হয়। এই মামলায় ইমরান ও বুশরা প্রথম দোষী সাব্যস্ত হন ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ইমরান ও বুশরা বেআইনিভাবে বেসরকারি কোম্পানি বেহরিয়া টাউন লিমিটেড থেকে বিপুল অর্থ ও জমি নিয়েছিলেন। এই সম্পদ যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা কর্তৃক পাকিস্তানের জন্য ফেরত আনা ৫০ বিলিয়ন রুপির আইনি বৈধতা প্রদানের বিনিময়ে গ্রহণ করা হয়।

২০২৩ সালের ডিসেম্বরে এই মামলার রায় ঘোষণা করার কথা থাকলেও শীতকালীন ছুটির কারণে তা পেছানো হয়। পরবর্তী শুনানিতে বিচারক উপস্থিত না থাকায় রায় জানানো সম্ভব হয়নি।

রায় ঘোষণার পর আদালতে ইমরান খান বলেন, আমি কোনও সমঝোতা করবো না এবং মুক্তির জন্য কারও কাছে আবেদন করবো না। একনায়কত্বের বিরুদ্ধে দাঁড়ানো ব্যক্তিদের এভাবেই শাস্তি দেওয়া হয়।

পিটিআই নেতারা রায়কে ‘অন্যায়’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছেন। ব্যারিস্টার গওহর বলেন, ইমরান এই প্রকল্পের মালিক নন, তিনি শুধু একজন ট্রাস্টি। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। ইনশাআল্লাহ, এই অবিচার দূর হবে।

আইনমন্ত্রী আজম নাজির তারার বলেন, বিচার বিভাগ স্বাধীন। সরকার আদালতের রায়ে হস্তক্ষেপ করে না। আল-কাদির মামলায় প্রমাণের অভাব ছিল। তারা সঠিকভাবে নিজেদের পক্ষে যুক্তি দিতে ব্যর্থ হয়েছে।

সর্বশেষ - সারাদেশ