যশোর আজ শনিবার , ২২ জুলাই ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় আহত-২

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২২, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় আহত-২
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি:: ধানের বিচলি নষ্ট করায় মৌখিক প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার ( ২১ শে জুলাই ) আনুমানিক সকাল ৯:৩০ মিনিট সময় বৈদ্যনাথপুর এলাকার পীরপুকুরিয়া নামক এক স্থানে হামলার ঘটনাটি ঘটেছে।

হামলায় আহতরা হলো- দিনাজপুর বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় বৈদ্যনাথপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃরিয়াজুল ইসলাম ( ৬৮ ) ও তার ছেলে সাবেক সেনা সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। রিয়াজুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিরল উপজেলার শাখার অফিস সহকারী পদে কর্মরত ছিলেন ।

ঘটনার বর্ননায় ভূক্তভোগী মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তদের গবাদি পশু দ্বারা আমাদের আমন ধানের ফসলের বিচন নষ্ট হলে আমরা মৌখিকভাবে প্রতিবাদ করতে গেলে ভট্টু ও রাশেদ নামীয় দুই ব্যক্তির হুকুমে বিরল থানাধীন বড় বৈদ্যনাথপুর মাঝাপাড়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে সন্ত্রাসী আবু বক্কর এর নেতৃত্বে আলআমিন,আরমান,হাসিনুর, আনারুল ও আজিজুর ধারালো অস্ত্র দা এবং চাপাতি ও সামুরাই দিয়ে আমাকে মাথায় ও হাতে আঘাত করে।

পরবর্তীতে আমার পিতা আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও একই পদ্ধতিতে মাথায় এবং হাতে আঘাত করেন। আমার ডাক চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘটনা স্থল থেকে সন্ত্রাসী বাহিনীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরল থানায় নিয়ে গেলে থানার কর্মরত অফিসার এস আই নুর ইসলামের পরামর্শ মোতাবেক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রিয়াজুল ইসলাম এর মাথায় ৯টি সেলাই ও বাম হাতে ২টি সেলাই দেওয়া হয়েছে।একই সময় মোস্তাফিজুরের মাথায় ৮টি ও বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে চিকিৎসকরা ২টি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

ভূক্তভোগীরা পুলিশ সুপারসহ উর্দ্ধতনদের দৃষ্টি আকর্ষন করে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারপূর্বক সুবিচার চেয়েছেন। একই সময় প্রশাসনের নিকট হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত