চন্দন মিত্র :: দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১এর গ্রাহক পরিচালক বোর্ডের সভাপতি,সহ সভাপতি ও এলাকা পরিচালকের বিরুদ্ধে বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগ ও এলাকা পরিচালক বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুত সমিতি ১এর ইলেকট্রিশিয়ান কল্যান সমিতির সদস্যরা।
মঙ্গলবার ( ২৭আগষ্ট ) সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধনে অংশ নেয় ১৩উপজেলা থেকে আগত পল্লী বিদ্যুত সমিতি ১এর ইলেকট্রিশিয়ান কল্যান সমিতির সকল সদস্য।
পল্লী বিদ্যুৎ গ্রাহক পরিচালক সমিতির সভাপতি মঞুমান আরা,সহ সভাপতি মোঃ মশিউর রহমান ও এলাকা পরিচালক সাজ্জাদুল ইসলামের একাধিক অনিয়ম ও অভিযোগ এনে ইলেকট্রিশিয়ান কল্যান সমিতির জুলফিকার আলী বলেন বিগত সরকারের আমলে স্থানীয় এমপির ছত্র ছায়ায় থেকে দিনের পর দিন অনিয়ম ও দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে ধরাকে সরা জ্ঞান করছে না। যখন তখন যাকে তাকে জিম্মি করে চাকুরি কেড়ে নেওয়ার ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা।
এমন একজন ভুক্তভোগী সুলেন চন্দ্র রায়ের কথা উল্লেখ করে বলেন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়ার ভয় দেখিয়ে ৫লাখ টাকা দাবি করে।টাকা দিতে না পারায় বোর্ডে সুলেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে জোরপূর্বক চাকুরিচ্যুত করে।
পরে চাকুরি ফেরত পাবার আসায় সুলেন গ্রাহক পরিচালক পর্ষদের সহ সভাপতি মশিউর রহমান ও এলাকা পরিচালক সাজ্জাদুল ইসলামকে গরু ছাগল বিক্রি করে ২লাখ টাকা প্রদান করলেও চাকুরি ফেরত দেয়াতো দুরের কথা ,টাকা ফেরত চাইতে গলে উল্টো বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় ।
এ ঘটনায় সুলেন বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করেন ।একই ভাবে ইলেকট্রিশিয়ান ফয়জার রহমানকেও চাকুরি থেকে বাদ দেয়ার কথা বলে তার কাছ থেকে এক লাখ টাকা গ্রহন করে।এছাড়াও রানীবন্দর সাব জোনের ইলেকট্রিশিয়ান রফিকুল ইসলামকে টাকার জন্য চাপ দিতে থাকে।
রফিকুল ইসলাম টাকা না দেয়ায় কোন ইলেকট্রিশিয়ান যেন পল্লী বিদ্যুতে প্রবেশ করতে না পারে এর জন্য পল্লী বিদ্যুৎ সমিতি ১এর জিএমকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। তাদের নির্যাতনের শিকার আরো অনেকে রয়েছে যারা তিদের ভয়ে মুখ খুলতে পারেনা। তাই এসব দুর্নীতিবাজ পরিচালক পর্ষদের সভাপতি,সহ সভাপতি ও এলাকা পরিচালকের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ ও তাদের পদত্যাগের জোর দাবী জানিয়ে বিক্ষোভ করেন এবং জিএম এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রিশিয়ান কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ভুট্টো,সদস্য মোঃ বেলাল হোসেন,ভুক্তভোগী ফয়জার রহমানসহ প্রমুখ ।