চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধি:: প্রতিবারের ন্যায় এবারও সিয়াম সাধনার এই মাসটি স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে দিনাজপুরে এসএসসি ৯৪ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ৬ এপ্রিল ) দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী মাসুম হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
দিনাজপুরে এসএসসি ৯৪ব্যাচের রওনক ফেরদৌস বাঁধন,রনো দাস এবং আবু সাঈদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পাঠ করেন মোঃ কুরবান আলী ।
সিয়াম সাধনার এই মাসটিতে এসএসসি ৯৪ব্যাচের বন্ধুরা একত্রিত হতে পেরে আনন্দে অনুপ্রাণিত হয়েছেন।কিছু সময়ের বিশেষ কিছু মুহূর্ত স্মরণীয় করে রাখতেই বছরের পর বছর চলে আসছে এই আয়োজন।