যশোর আজ সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় কমিটি’র কাউন্সিল ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় কমিটি'র কাউন্সিল ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: ত্রিপুরাদের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম,বাংলাদেশ” এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেন্দ্রীয় কমিটির ১৫তম দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩০ডিসেম্বর )সকালে এ উপলক্ষ্যে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি গেইটে এসে শেষ হয়। পরে জেলা সদরে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও সংগঠনের দলীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের পরপরেই আলোচনা সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিল হয়।

এ সময় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম’র বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডাঃ লক্ষীধণ ত্রিপুরা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এ উপলক্ষ্যে কাউন্সিলে খঞ্জন জ্যোতি ত্রিপুরাকে সভাপতি,সাগর ত্রিপুরা-কে সাধারণ সম্পাদক ও আশিক রঞ্জন ত্রিপুরা-কে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২৫-২৬ দুই বছরের জন্য ৩৫সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি’র নাম ঘোষণা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি সুশীল জীবন ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ,জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরাসহ স্টুডেন্টস ফোরামের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ