যশোর প্রতিনিধি:: বসন্তউৎসব,বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘীরে সরব বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালীর ফুলবাজার।
ঝিকরগাছা উপজেলায় যশোর -কোলকাতা মহাসড়কের পাশেই অবস্থিত গদখালীর ফুল বাজার এলাকাটি এখন দেশের বিভিন্ন জেলা শহর হতে আগত পাইকার ও খুচরা ক্রেতাদের পদচারনায় মুখরীত। ফুল ভালোবাসেনা এমন মানুষের সংখ্যা নিতান্তই কম তাই ফুল চাষের ক্ষেত-খামার গুলোতে বেড়েছে ফুল প্রেমী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
করোনা প্রাদুর্ভাব কাটিয়ে এলাকাটির ফুল চাষীদের অক্লান্ত পরিশ্রমে এবার এলাকার ৬৩০ হেক্টর জমিতে প্রায় ৭২ প্রজাতির ফুল চাষ করা হয়েছে বলে নিশ্চিত করেন ঝিকরগাছা উপজেলার কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ।

অনূকুল আবহাওয়া ও বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবছর ফেব্রুয়ারী মাসেই ফুল চাষীরা আনুমানিক ৭০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। গোলাপ,গাঁধা,রজনীগন্ধা,চন্দ্র মল্লিকা,জারবারা,গ্লাডিওলাসসহ নানান প্রজাতির ফুলের পসরা সাজিয়ে বসেছে এলাকার ফুল চাষীরা।
সোমবার ( ১৩ ফেব্রুয়ারী )সরেজমিনে গদখালী বাজার এলাকায় গিয়ে দেখা যায়,ফুলচাষীদের কাছ হতে ফুল ক্রয় করে তা বাস,ট্রাক,মিনি পিকাপ,নছিমন,ভ্যানে বোঝাই করা হচ্ছে।
এ অঞ্চলের চাষ হওয়া ফুল শুধু এ দেশেই সৌরভ ছড়ায় না বরং দেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানীর মাধ্যমে অর্থনিতীর চাকা সমৃদ্ধি করে।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানান,গত বছর ফেব্রুয়ারীতে মাত্র ২৫ কোটি টাকার ফুল বিক্রয় হলেও এ বছর ৭০ কোটি টাকা বিক্রির সমূহ সম্ভাবনা রয়েছে।এবছর তুলনামুলক ভাবে ফুলের বাজার দাম বেশী হলেও ফুলের উৎপাদন বেশী হওয়ার ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।