যশোর আজ শুক্রবার , ২৬ নভেম্বর ২০২১ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ৫৮ জন

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২৬, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ৫৮ জন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৫৬ জন ও ঢাকার বাইরে ২ জন ভর্তি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯৮ জন।

শুক্রবার ( ২৬ নভেম্বর ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৬ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৩৩৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১১০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৬ হাজার ৩৭৩ জন।

সর্বশেষ - লাইফস্টাইল