নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ বাংলা ব্যাংক। প্রতিষ্ঠানটিতে পাঁচটি ভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।ডাচ বাংলা ব্যাংক চাকরি এর আবেদন করতে পুরোটা পড়ুন
ডাচ বাংলা ব্যাংক চাকরি 2022
পদের নাম
রিজিওনাল হেড অব সেলস (এসএমই বিজনেস), রিলেশনশিপ ম্যানেজার (এসএমই বিজনেস/ রিটেইল বিজনেস/ ই-বিজনেস), প্রি-অ্যাসেসমেন্ট অফিসার (এসএমই বিজনেস)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদ ভেদে অনূর্ধ্ব ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়া হলো ওয়েব সাইটের মাধ্যমে।
নিচের লিংক এর ক্লিক করে আবেদন করতে পারবেন।
https://app.dutchbanglabank.com/Online_Job/
আবেদনের শেষ তারিখ – ডাচ বাংলা ব্যাংক চাকরি 2022
৫ এপ্রিল, ২০২২।
Discussion about this post