স্টাফ রিপোর্টার :: ঝিনাইদহের হরিণাকুন্ডে র্যাবের অভিযানে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ আবু সাঈদ ( ৩৩)নামের সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।গ্রেফতারকৃত সন্ত্রাসী ঝিনাইদাহ জেলার হরিণাকুন্ড থানাধীন পার্বতীপুর গ্রামের সানোয়ারের ছেলে।
সোমবার ( ২৫জুলাই ) র্যাব-৬ এর ঝিনাইদাহ ক্যাম্পের সদস্যরা ঐ চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে।
র্যাব-৬ এর দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদাহ ক্যাম্পের একটি আভিযানিক দল পার্বতীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আবু সাঈদকে গ্রেফতার করে।
এ সময় তার হেফাযতে থাকা ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিন,৬ রাইন্ড গুলি ২টি মোবাইল ফোন ও নগদ ২ শো টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতকে হরিণাকুন্ড থানতে হস্তান্তর করত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য র্যাবের হাতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে হরিণাকুন্ডথানায় হত্যা,নাশকতা,চাঁদাবাজি,ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।সে এলাকায় কুখ্যত ও চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসাবে পরিচিত।