টিটো মিলন,যশোর প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছায় বোমা মেরে ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা পিয়ালের হত্যা কান্ডে জড়িত শামীম রেজাকে ( ৩২ ) ও মেহেদীকে ( ২৪ ) হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর সদস্যরা। নিহত পিয়াল ঝিকরগাছা থানাধীন মোবারক গ্রামের কিতাব আলীর ছেলে ও একজন যুবদল কর্মী।
সোমবার ( ১১ নভেম্বর ) রাতে খুলনা জেলার ডুমুরিয়াথানাধীন চুকনগর এলাকায় অভিযান চালিয়ে ঝিকরগাছা থানাধীন মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে পলাতক আসামী শামীমকে গ্রেফতার করে যশোর ক্যাম্পের সদস্যরা।
একই দিন যশোর ও ঝিনাইদাহ র্যাব ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদাহ জেলার মহেশপুর থানা এলাকা হতে মোবারকপুর গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে মেহেদী কে গ্রেফতার করে।
র্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ৯ নভেম্বর ২০২৪ ইং তারিখ দুপুরে ঝিকরগাছা বাজারে কাজ শেষ করে পিয়াল বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পুরাতন মিতালী হল রোড সংলগ্ন নাহিদ পেপার্স এর সামনে পৌঁছালে কতিপয় দূর্বৃত্তরা পাঁকা রাস্তার উপর পিয়ালকে লক্ষ্য করে বোমা মারে।
এসময় পিয়াল নিজ প্রান বাঁচাতে দৌড় দিলে আসামীরা তাকে ঘেরাও করে হাতে থাকা ধারালো দা ও দেশীয় অস্ত্র দিয়ে হাতে পায়ে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় র্যাব হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় খুলনা র্যাব-৬ এর সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়,ভিকটিম ও আসামীদের বাড়ি পাশাপাশি।তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিলো।
গ্রেফতারকৃতদের আইনানুগব্যবস্থা গ্রহনের জন্য ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। পিয়াল হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে আরো জানা গেছে।