রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে চলছে সপ্তাহব্যাপী মধুমেলা। আর এবারের মধুমেলায় জুলাই বিপ্লবের গৌরবময় চিত্র তুলে ধরে একটি কর্নার করা হয়েছে। সেখানে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের বীর শহিদদের গৌরবগাথা।
সংগ্রামের দিনগুলোর আলোকচিত্র। স্মরণ করা হয়েছে বিপ্লবের শহিদ আবু সাঈদসহ নিহত ও আহতদের। জুলাই বিপ্লবে নিহত কেশবপুরের ভালুকঘরের ছেলে তৌহিদুর রহমানের ছবি ও সংক্ষিপ্ত সংগ্রামের ইতিহাস স্থান পেয়েছে এই কর্নারে।
৫ আগস্ট ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। বর্ণনা করা হয়েছে তার গৌরবগাথা। আন্দোলনে কেশবপুর ও যশোরের স্থিরচিত্র তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ঢাকায় আন্দোলনের সেসব দিনগুলো ফুটে উঠেছে আলোকচিত্রে। জুলাই বিপ্লব কর্নারে এসে দর্শনার্থীরা যেন স্তব্ধ হয়ে যাচ্ছেন। তাদের গভীর চিত্তে স্মরণ করছেন।
বাগেরহাটের রামপাল থেকে আসা আবদুল মাজেদ বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে এখানে স্মরণ করা হয়েছে। এটা খুবই ভাল উদ্যোগ।
তন্বী খাতুন নামে এক নারী বলেন, সন্তানদের নিয়ে মেলায় এসেছি।কর্ণারের সামনে দিয়ে যাওযার সময় বুকের ভিতর কেঁদে উঠেছে। বাচ্চাদের নিয়ে ঘুরে দেখছি কর্ণার। আর ভাবছি, যারা সন্তান হারিয়েছেন তারা আর কখনো ফিরে পাবেন না। তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। তাদেরকে এভাবেই স্মরণ করা উচিত।