স্টাফ রিপোর্টার :: জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস )এর যশোর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বেনাপোলের তরুণ সমাজ সেবক মোস্তাফিজুর রহমান বাবু।
গত ১৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে জিয়া সাংস্কৃতি সংগঠন ( জিসাস ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া ও সাধারন সম্পাদক হেলাল উদ্দিন হেলাল স্বাক্ষরিত চিঠিতে ৭ সদস্য বিশিষ্ট যশোর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস ) এর আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলো- আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম কচি, যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ বাশার, সদস্য মোঃ মিজানুর রহমান পাখি, মোঃ আলমগীর হোসেন ও মোঃ মফিজুর রহমান মফি। আগামী এক মাসের মধ্যে আহবায়ক কমিটিকে জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত যশোর জেলার জিসাসের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে বেনাপোল পৌর বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।