স্টাফ রিপোর্টার :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের অভিযানে ৭ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাজ্ঞী ফুলমতিকে অবশেষে জয়পুরহাট থেকে গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার ( ২২ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল বলেন, গ্রেপ্তার হওয়া ফুলমতি (৬০) পার্শ্ববর্তী দিনাজপুরের বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত এহছানুল হকের স্ত্রী।
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক সম্রাজ্ঞী মোছাঃ ফুলমতি পাঁচবিবির উত্তর গোপালপুর এলাকায় অবস্থান করে আসছিলেন এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ঐ পলাতক আসামীকে গ্রেফতার করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার হওয়া আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post