যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছায় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। ঝৃন বিতরণ সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোর্শেদ আলম।
সোমবার ( পহেলা নভেম্বর ) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কমকর্তা ( ইউএনও ) আছাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ডঃমোস্তানিছুর রহমান।বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী হেলাল উদ্দিন।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়,নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার।