যশোর প্রতিনিধি :: যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) ইরুফা সুলতানার হস্তক্ষেপে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ( ১৫) বাল্য বিয়ে বন্ধ হয়েছে। উপজেলাটির পাতিবিলা ইউনিয়নে ভূক্তভোগীর পরিবারের সদস্যরা এ বিয়ের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাতিবিলা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থী একই ইউনিয়নভূক্ত গ্রামের বাসিন্দা।
বুধবার ( ৯ ফেব্রুয়ারি ) দুপুর দুইটায় তার বিয়ের সময় নির্ধারিত ছিলো। সংবাদ পেয়ে বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল ও গ্রামের ইউপি সদস্যকে নিয়ে মেয়েটির বাড়িতে উপস্থিত হয়।
পরবর্তীতে মেয়েটির পিতা-মাতাকে বুঝিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় ঐ শিক্ষার্থীর অভিভাবকরা মেয়েটিকে বাল্য বিয়ে দেবেননা মর্মে উপজেলা প্রশাসনের নিকট মুচলেকা দেন বলে আরো জানাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, বাল্য বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্যসহ সেখানে যেয়ে মেয়েটির পিতা-মাতাকে বুঝিয়ে সেটা বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেন।