যশোর আজ মঙ্গলবার , ২৮ ডিসেম্বর ২০২১ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংএর ৮সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ২৮, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংএর ৮সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন আরাম পাড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গ্রেফতার করেন।

সোমবার ( ২৭ডিসেম্বর ) রাতে র‌্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদাহ ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ হতে ৭টি মোবাইল ফোন ও ১৪টি সিমকার্ড উদ্ধার হয়।

প্রাথমিক জিঙ্গাসাবাদে ধৃতরা র‌্যাবের নিকট এলাকায় তাদের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিতের কথা স্বীকার করেন ও তাদের প্রত্যেকের বয়স ১৬ হতে ১৭ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।

র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,র‌্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে,চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন অনৈতিক কার্যক্রমের জন্য অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাবের আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ঐ ৮ সদস্যকে গ্রেফতার করেন।

কিশোর গ্যাং এর এ সকল সদস্যরা পাড়ার গলি,স্কুল-কলেজ গেট ও উদ্যানে বসে অশ্ললি অঙ্গভঙ্গি বা মটরসাইকেলের বিরক্তিকর হর্ণ বাজিয়ে মানুষকে উত্যক্ত করাসহ শহরের বিভিন্ন স্থানে চুরি,ইভটিজিং,সাইবার ক্রাইমসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের চয়াডাঙ্গা জেলার সদর থানার সমাজসেবা অধিদপ্তর,সিজিএম কোর্টের প্রবেশন অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা যায়।

সর্বশেষ - সারাদেশ