মানব শরীরকে আকর্ষনীয় রাখতে চুলের গুরুত্ব অনেক। অযত্ন ও অঙ্গনাতায় অকালে চুল পড়ে যায়। চুলপড়া বন্ধ করতে কার্যকারী পানীয় পান করে আমরা চুলপড়ায় উপশম পেতে পারি। নানা কারনে চুল পড়তে পারে। শরীরের পুষ্টির উপর চুলের স্বাস্থ্য নির্ভর করে।
চুলপড়ার কারন ও প্রতিকার
দৈনিক খাদ্যতালিকায় প্রোটিন,শর্করা, চর্বি, খনিজ ও ভিটামিন পরিমিত পরিমাণে না থাকলে চুল পড়ে যায়।এছাড়া শরীরে দীর্ঘদিন কোনো একটি উপাদানের অভাবে চুল পড়ে যায়। আবার যারা না খেয়ে অতিরিক্ত ডায়েট করেন, তাদেরও পুষ্টিহীনতা হয়ে চুল অতিরিক্ত পড়তে পারে।
চুলের যত্ন নেওয়ার পাশাপাশি খাবারের ক্ষেত্রেও আমাদের সচেতন হতে হবে। চুল পড়া বন্ধ করতে চাইলে আপনি ঘরোয়া ভাবে বানিয়ে খেতে পারেন বিশেষ একটি পানীয়।
যে উপাদান সমূহে তৈরী হবে পানীয়
কারিপাতা,টক দই,লবণ,ভাজা জিরার গুঁড়া ও বরফ।
প্রস্তুত প্রনালী
টকদই ২ চামচ,পরিমানমতো পানি ও ১০-১২টি কারিপাতা ভালোভাবে বিল্ডার করে নিন।স্বাদমত লবন ও ভাজা জিরার গুঁড়া মেশান। সঙ্গে বরফের টুকরাও নিতে পারেন।
দুপুরের খাওয়ার আধাঘন্টা আগে বা পরে এই পানীয়টি পান করুন।নিয়মিত এই পানীয় পান করেলে চুলপড়া বন্ধ হয়ে যাবে।