সর্বশেষ খবরঃ

চিত্রনায়িকা বুবলীর ‘অবৈধ সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন শাকিব

চিত্রনায়িকা বুবলীর ‘অবৈধ সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন শাকিব
চিত্রনায়ক শাকিব ও নায়িকা বুবলী (সংগৃহীত)

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আর চিত্রনায়িকা বুবলীর ব্যক্তিগত রেষারেষি যেন কাটতেই চাইছে না। তারা একে অপরকে ঢিল ছুঁড়ে কথা বলে নিজেদের সঙ্গে ভক্তদেরকেও মাতিয়ে রাখছেন কয়েকদিন থেকে।

গত মঙ্গলবার ( ৯ মে ) শাকিব খান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। শাকিব খানের এ বক্তব্য প্রসঙ্গে পরদিন বুধবার ( ১০ মে ) বুবলী ফেসবুক পোস্টে জানালেন ভিন্ন কথা, তাদের এখনো সম্পর্ক রয়েছে। একই সঙ্গে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগের তীর ছুড়ে দেন তিনি।

এবার সেসব নিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে শাকিব খান জানালেন,বুবলী মিথ্যাচার করছেন। শুধু তাই নয়, নানাজনের সঙ্গে বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্ক’ গড়ে তোলার অভিযোগও শাকিবের।

দুজনের সম্পর্কের অবনতি নিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘দেখুন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়লো।

নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুললো। যা মিডিয়াসহ সবাই জানে। একইসঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো,হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব।

সাক্ষাৎকারের এক পর্যায়ে ঈদে একান্তে সময় কাটানোর ব্যাপারেও মুখ খোলেন শাকিব। জানান, সবটাই মিথ্যা এবং বানানো গল্প। শাকিব বলেন, ‘দেখুন, আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতা ফাঁদ ছিল।

সবশেষ বুবলীকে তার দেওয়া ফেসবুক স্ট্যাটাস নামক নাটক বন্ধের আহ্বান জানান শাকিব। অন্যথায় বুবলী ও তার পরিবারের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবেন বলেও কঠিন হুঁশিয়ারি দেন তিনি।

বুবলীর সঙ্গে চ্যাপ্টার ক্লোজ জানিয়ে তার ভাষ্য, ‘আমার জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না। আমার ধারেকাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই। তার আর কোনো নাটক আমি দেখতে চাই না।’

সেই সঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম ‘শেহজাদ খান বীর’।

আরো খবর

জামালপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন রফিকুল ইসলাম
জামালপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন রফিকুল ইসলাম
দুমকিতে জমে উঠেছে ধুনকরদের শীতের হাট
দুমকিতে জমে উঠেছে ধুনকরদের শীতের হাট
পটুয়াখালী ভার্সিটিতে একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা অনুষ্ঠিত
পটুয়াখালী ভার্সিটিতে একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা অনুষ্ঠিত
মরহুম আবুল বসার বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
মরহুম আবুল বসার বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
খাগড়াছড়ির গণ-সংবর্ধনায় ডাকসু ভিপি সাদিক কায়েম
খাগড়াছড়ির গণ-সংবর্ধনায় ডাকসু ভিপি সাদিক কায়েম
 শ্যামনগরে খুচরা সার ডিলার লাইসেন্সধারী ব্যক্তিদের  মানববন্ধন
 শ্যামনগরে খুচরা সার ডিলার লাইসেন্সধারী ব্যক্তিদের  মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
যশোর সার্কিট হাউজ থেকে ভুয়া সচিব আটক
যশোর সার্কিট হাউজ থেকে ভুয়া সচিব আটক