কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: নিরাপদ খাদ্য সংরক্ষণে ভোলার চরফ্যাশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপযাপন উপলক্ষে পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে। রোববার ( ৬ মার্চ ) সকালে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে এসব পারিবারিক সাইলো বিতরণ করা হয়।
চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) মো. আল নোমানের সভাপতিত্বে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইলো বিতরণ করেন- যুব ও ক্রীড়ামন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌর মেয়র মোঃমোরশেদ।