যশোর আজ বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ২৩, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রায়হান উদ্দিন সরকার :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা-২০২৫। মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছিল স্কুল, কলেজ ও ক্লাব পর্যায়ের শিক্ষার্থীরা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং গৌরীপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী এ মেলা চলেছে মঙ্গলবার হতে বুধবার ( ২১ ও ২২ জানুয়ারি) পর্যন্ত।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’শ্লোগানে মেলায় ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে বিভিন্ন স্টলে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত সেবা নিয়ে হাজির হয়েছিল।

এর দুই দিন আগে মঙ্গলবার প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। বুধবার( ২২ জানুয়ারি )বিকেলে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এই বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, সদস্য হাফেজ আজিজুল হক, গৌরীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বদরুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়া,গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, সাধারণ সম্পাদক এইচ.টি তোফাজ্জল হোসেন,গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, জেলা বিএনপির সদস্য এসএম দুলাল,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মীর হোসেন মিরনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক,গবেষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সর্বশেষ - সারাদেশ