আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
জলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার ( ৯ জুন ) সকালে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মশিউর রহমানসহ স্থানীয় জনপ্রতিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, কুরবাণীর বর্জ্য যথাসময়ের অপসারন, লবন সরবরাহ, চামড়া সংরক্ষণসহ জনদুর্ভোগ হ্রাসের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।