স্টাফ রিপোর্টার :: খুলনার রুপসা ব্রিজের টোল প্লাজায় টোল পরিশোধ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪ পিস বিদেশী ও ৪৬ পিস কেরু কোম্পানীর মদ উদ্ধারসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন প্রতাপ গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুর রহিম শরীফ(৫৩) ও ফরিদপুরের নগরকান্দার স্থায়ী বাসিন্দা প্রাইভেট চালক ওহাব শিকদার( ৬০)।
বুধবার ( ১৪মে ) রাতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের খ সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে মদসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান অভিযান ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে যশোর পোস্টকে বলেন গ্রেফতারকৃতরা ঢাকা হতে প্রাইভেটকার যোগে দেশী ও বিদেশী মিলে মোট ৮০ বোতল মদ নিয়ে খুলনায় আসার পথে টোল প্লাজা এলাকায় প্রাইভেটটি ( নাম্বার: ঢাকা মেট্রো-গ-৩১-৫৯৫৬) আটক পূর্বক মদের চালান উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা “ খ” সার্কেলের উপপরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে রুপসা থানায় মামলা দায়ের করেছেন বলে আরো জানা গেছে।