সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে সচেতন নাগরিক কমিটি( সনাক )’র আয়োজনে পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে সনাক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৫ ডিসেম্বর )সকালে জেৱা পরিষদ সম্মেলন কক্ষে সনাক’র সভাপতি বেলা রানী দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।এ সভায় স্বাগত সনাক সদস্য সলিতা চাকমা।

স্বাগত বক্তব্যের পরপরেই সভায় সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আবদুর রহমান সেবা খাতের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। তাদের প্রস্তাবে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু, হাসপাতালের প্রবেশপথ সংস্কার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ অন্যান্য বিষয়ে আলোকপাত করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের পরিষদের সদস্য প্রফেসর মোঃ আবদুল লতিফ, নিটল মনি চাকমা ও মোঃ শহিদুল ইসলাম সুমন।

আলোচনা সভায় কমলছড়ি ও ভাইবোনছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিদ্যুৎ সমস্যা, আইপিএস সমস্যা, ব্রেস্টফিডিং কর্নারের চেয়ার-টেবিল সংকট, ওষুধের ঘাটতি এবং সেবাপ্রদানকারীদের অনিয়মিত উপস্থিতির বিষয়টি আলোচনায় উঠে আসে। এছাড়া কিশোর-কিশোরীদের কাউন্সিলিংয়ের জন্য পৃথক কক্ষ থাকার পরও প্রয়োজনীয় আসবাবপত্র না থাকায় সমস্যা দেখা দিচ্ছে বলে জানান বক্তারা।

এছাড়াও খাগড়াছড়ি টঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের সমস্যার জন্য একটি ভাঙা কালভার্ট মেরামতের প্রস্তাব করা হয়েছে। বড় পাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ অবকাঠামো, ওয়াশরুমের অভাব এবং বিদ্যালয়ের মাঠ অসমতল থাকায় শিক্ষার্থীদের শারীরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানাগার ও গেটের অভাব এবং খেলার সামগ্রীর সংকট উল্লেখ করা হয়। পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয় এবং খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন এবং সাউন্ড সিস্টেম সরবরাহের প্রস্তাব দেয়া হয়।

সভায় বিভিন্ন প্রস্তাবের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।

সভায় খাগড়াছড়ি জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ এবং ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর

কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তিন মামলায় ১৫সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
পটুয়াখালী ভার্সিটির বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের ফ্রি কুরআন বিতরণ
পটুয়াখালী ভার্সিটির বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের ফ্রি কুরআন বিতরণ
খাগড়াছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন
গোবিন্দগঞ্জে কাটাবাড়ি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জে কাটাবাড়ি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত
জামালপুর জেলা যুব দলের লিফলেট বিতরণ
জামালপুর জেলা যুব দলের লিফলেট বিতরণ