খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬জানুয়ারি )বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্ব এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা কর্মরত সকল সাংবাদিকদের সংবাদ পরিবেশনের স্বাধীনতা,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনবান্ধব হিসেবে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন।
এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার,প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য,সতর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।