যশোর আজ সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে সহিংসতা ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
খাগড়াছড়িতে সহিংসতা ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতা ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রম শুরু করেছে ৭সদস্যে গঠিত তদন্ত কমিটি।এরই ধারাবাহিকতায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রবিবার( ২৯সেপ্টেম্বর ) সকালে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার সরেজমিনে পরিদর্শন করেন।পাশাপাশি সে সময় গণমাধ্যমে যে সকল ভিডিও প্রচারিত হয়েছে এবং পত্র-পত্রিকায় যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করা হবে। এ ছাড়া যারা হতাহত হয়েছে সেই তথ্যও সংগ্রহ করা হবে বলেন জানান কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন ) মোহাম্মদ নুরুল্লাহ নূরী। এ সময় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলেন তিনি।

এ সময় মোহাম্মদ নুরুল্লাহ নূরী সাংবাদিকদের বলেন, ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। এ সময় কোন বাস্তুচ্যুত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। ধাপে ধাপে আমরা রাঙ্গামাটি ও বান্দরবানেও কাজ করবো।

অন্যদিকে বিকালের দিকে গত ১৯সেপ্টেম্বর মধ্যরাতে খাগড়াছড়ির নারান খাইয়া এলাকায় রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা-কে ব্রাসফায়ারে নিহতদের ঘটনাস্থল নারানখাইয়া,স্বনির্ভর ও বাইক চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত মামুনের ঘটনাস্থল নিউজিল্যান্ড, দক্ষিণ পানখাইয়া পাড়া এলাকা পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদে নিহতদের পরিবারের সদস্য ও প্রতক্ষদর্শীদের সাথে কথা বলেন। ঘটনা তদন্তে ২৬ সেপ্টেম্বর সাত সদস্যের কমিটি গঠন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। আগামী ১৪ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি।

এ তদন্তকালে কমিটির অন্যতম সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরীও অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলমও উপস্থিত ছিলেন। এ ছাড়াও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়,দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও )

মো.মামুনুর রশীদ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া,স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে বাইক চুরির ঘটনায় গণপিটুনির শিকার হয়ে মামুন নামে এক যুবককে নিহত হন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটিতে ছড়িয়ে পরে সহিংসতা।

সর্বশেষ - সারাদেশ