খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: সারাদেশে ধর্ষণে সুষ্ঠু বিচার,কঠোর শাস্তির নিশ্চিতকরণ, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানবনন্ধন করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ( বিএমএসসি )।
শুক্রবার( ২১মার্চ )সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্ৰদান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাপ্ত হয়। পরে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,নারীবাদী সংগঠন ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্রুত বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন,আমাদের সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতার ক্রমবর্ধমান হার দুঃখজনক। এই অবস্থা বদলানোর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ ও সমাজে নারী ও শিশুর নিরাপত্তা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানান ।