খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশের তরুণদের রয়েছে অপার সম্ভাবনা, প্রকৃতিগতভাবেই আমাদের তরুণরা খুবই মেধাবী। তরুণ সমাজ হচ্ছে প্রবল প্রাণশক্তি, অফুরন্ত সম্ভাবনা ও সহস্র স্বপ্নের সমষ্টি।
তাদের সৃজনী শক্তির বিকাশের জন্য চাই একটি অনুকূল পরিবেশ ও জ্ঞানভিত্তিক গুণগত শিক্ষা। গুণগত শিক্ষা ও সুষ্ঠু পরিবেশ তাদের জ্ঞানপিপাসু করে তুলতে সক্ষমতা প্রবল। জ্ঞান পিপাসা তরুণদের অন্তরকে আলোকিত করে, তারা হয়ে উঠবে আত্মবিশ্বাসী ও কর্মোদ্যোগী। প্রতিটি তরুণের মধ্যে জেগে উঠবে একটি নৈতিক জীবন ও সমৃদ্ধশীল দেশ গড়ে তোলার স্পৃহা।
মোবাইলে আসক্তি,গুণগত শিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অবক্ষয়,বেকারত্ব প্রভৃতি সমস্যা এই তরুণ সমাজকে আকড়ে ধরে রেখেছে। বাংলাদেশের তরুণদের রয়েছে অপার সম্ভাবনা।
প্রকৃতিগতভাবেই আমাদের তরুণরা খুবই মেধাবী। খুব দ্রুত শিখতে ও মানিয়ে নিতে পারে তারা। দেশ-বিদেশে সব জায়গায় তার প্রমাণও দিচ্ছে তারা। রাষ্ট্র যদি এদিকে নজর দেয় তাহলে আমাদের তরুণ সমাজ আরও দ্বিগুণভাবে নিজেদের প্রমাণ করতে পারবে।
বুধবার( ১৩নভেম্বর ) জেলা তথ্য অফিসের উদ্যোগে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক শীর্ষক মতবিনিময় সভায় এসব বিষয়ে কথা বলেন বক্তারা।
মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সরাফত হোসেন।
মতবিনিময় সভার’র শুরুতেই তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক স্ক্রিনে ভিডিও প্রদর্শন করা হয়।তারুণ্যদের উদ্দেশ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। তরুণদের এআই এর গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তরুণরাই আগামীর দিনের বাংলাদেশ নতুনভাবে আবিষ্কার করবে।
এ সময় খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী উপাধ্যক্ষ মো. আতিকুর রহমানসহ অত্র কলেজে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।