খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: “জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ইশ্বর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড ( সম্মিলিত মানবাধিকার বিশ্ব ) খাগড়াছড়ি জেলা শাখা’র সভাপতি অংচিংনু মারমা সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তিন পার্বত্য জেলার সমন্বয়ক মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার( ০৪সেপ্টেম্বর ) খাগড়াছড়ি জেলা সদরস্থ পশ্চিম নারানখাইয়া এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মহিউদ্দিন কবীর।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন,জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রয়াস গ্রহণ করা অত্যাবশ্যকতা রয়েছে। মানুষ যাতে অত্যাচার ও উৎপীড়নের মুখে সর্বশেষ উপায় হিসেবে বিদ্রোহ করতে বাধ্য না হয় সেজন্য আইনের শাসন দ্বারা মানবাধিকার সংরক্ষণ করা প্রয়োজন। এতে সদস্য জাতিসমূহ জাতিসংঘের সনদে মৌলিক মানবাধিকার, মানব দেহের মর্যাদা ও মূল্য এবং নারী পুরুষের সমান অধিকারের প্রতি তাঁদের বিশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং বৃহত্তর স্বাধীনতার পরিমণ্ডলে সামাজিক উন্নতি এবং উন্নত জীবনযাত্রার অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান বক্তারা।
এ সময় নব-নিযুক্ত কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু সংবর্ধনা অনুষ্ঠানে তার বক্তৃতায় বিভিন্ন মানবিক কার্যক্রম বিনয়ের সাথে সম্পাদনের জন্য পরামর্শ ও বিভিন্ন কলাকৌশল বিনিময় করেন এবং কেন্দ্রীয় সমন্বয়ক পদে নিযুক্ত করায় কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. এ.সোহেল আহম্মদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কম্বাইন্ড জদহিউম্যান রাইটস ওয়ার্ল্ড’র খাগড়াছড়ি জেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি পাঞ পাঞ জ্যোতি ভিক্ষু,সহ-সভাপতি সুবোধ কুমার চাকমা,সাধারণ সম্পাদক চাইথোয়াই অং মারমা,যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমাসহ আরও অনেকে।