করোনা আক্রান্ত হওয়ায় চিলি ম্যাচে থাকতে পারেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার অনুপস্থিতি খুব একটা বেশি অনুভব করেননি খেলোয়াড়রা। চিলির মাটি থেকে ২-১ গোলের দারুণ জয় নিয়ে দেশে ফিরেছে।
তবে আগামী ২ ফেব্রুয়ারি কলোম্বিয়া ম্যাচে ডাগআউটে থাকবেন স্কালোনি। করোনা মুক্ত হয়ে ইতিমধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
ইনজুরির কারণে লুকাস ওকাম্পোস ও পাপু গোমেজের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বিশ্রামের কারণে এমনিতেই লিওনেল মেসি নেই। তার ওপর কার্ডজনিত সমস্যার কারণে কলম্বিয়ার বিপক্ষে একাদশে থাকবেন না রদ্রিগো দি পল, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো ও লেন্দ্রো পারেদেস।
নিজেদের মাটিতে কলম্বিয়ার বিপক্ষে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে স্কালোনি শিষ্যদের।
Discussion about this post