রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জুলাই বিকালে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছাঃ রেহেনা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় ও দপ্তর সম্পাদক উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের শাপলা খাতুন, নার্গিস খাতুন, শাহানাজ পারভীন, মর্জিনা বেগম, অনিমা সরকার, সুচিত্রা বিশ্বাস, রোজিনা খাতুন, সেনিয়া আক্তার, সাথী আক্তার, রিয়া খাতুন প্রমুখ।