স্টাফ রিপোর্টার :: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া কারাগারের দুই হাজতির মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আজমল প্রামাণিক ( ৬০) এবং শুক্রবার ( ১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে আবুল কালাম ( ৪০) মারা যান।
কুষ্টিয়া কারাগারের জেল সুপার আব্দুল বারেক দুই হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া আজমল প্রমাণিক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে। তিনি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আবুল কালাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় তিন মাসের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজমল প্রমাণিক বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার ১০মিনিটের দিকে তিনি মারা যান। এছাড়া, শুক্রবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবুল কালামকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনিও চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়া কারাগারের দুই বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন।