যশোর আজ বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

এনজিওকর্মী বাবুলের বিলাসবহুল গাড়ি!দুদকের চিঠি

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৭, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
এনজিওকর্মী বাবুলের বিলাসবহুল গাড়ি!দুদকের চিঠি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: যশোরের বেনপোল কাস্টমসহাউসের এনজিও বাবুল মিয়ার (৪০) বিলাসবহুল গাড়ীর ছবি পাঠিয়ে দুই লক্ষ টাকা চেয়েছেন দুদক কর্মকর্তা পরিচয়ে জনৈক মেহেদী হাসান নামের ব্যাক্তি।এনজিও বাবুলের নামে দুদক চিঠু ইস্যু করেছে জানিয়ে চিঠিটা সরাতে খরচ বাবদ ২ লাখ টাকা দিতে হবে বলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ করেছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূক্তভোগী এনজিও কর্মী বাবুল জানান,তার কাছে প্রেরিত চিঠিটা দুদকের নই। তাকে ব্লাকমেলিং করতে দুদকের ভূয়া চিঠি বানিয়ে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছে। এ ঘটনায় কাস্টমস পাড়ায় শোরগোল সৃষ্টি হয়েছে। প্রেরিত চিঠির রহস্য জানতে চুলচেরা বিশ্লেষন চলছে এনজিও কর্মীদের মধ্যে।দুদকের চিঠি প্রেরিত হোয়াটসঅ্যাপ নাম্বারে ( ০১৬০২১২৭৩১৬)কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

প্রেরিত চিঠিতে উল্লেখিত বাবুল মিয়ার গাড়ি থাকার সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায় নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা তিনি। বিশ বছরের অধিক সময় ধরে তিনি বেনাপোলে বসবাস করেন ও বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের ব্যাক্তিগত সহযোগী হিসাবে পিওনের কাজ করে থাকেন। বেনাপোল কাস্টমস হাউসে কাজের সুবাধে তিনি স্বল্প সময়ে প্রচুর অর্থবিত্তের মালিক বনেছেন।

প্রধান কার্যলয় দুর্নীতি দমন কমিশন ( দুদক ) এর উপপরিচালক মোঃ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ( স্মারক নং-০১,০০০০,১০৩.৭১.০০১.৭২.০০১.১৯-১২০ ও নথি নং:০৪,০১,০০০০.১০৪,৭২.০০১.১৯.৪৪৮২৭) প্রিমিও গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো-খ-৪১-৪৯৯৮ উল্লেখ থাকলেও এনজিও বাবুলের আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যে ক্রয়কৃত বিলাসবহুল গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো-গ-৩৫-০৯৭১।ইতিমধ্যে বাবুল মিয়া গাড়িটি বিক্রির জন্য তোড়জোড় শুরু করেছেন বলে নিশ্চিত করেন প্রাইভেটটির চালক জাকির হোসেন।

এ বিষয়ে এনজিও বাবুলের মুঠোফোনে জানতে চাইলে,তার প্রাইভেটকার( প্রিমিও )গাড়ী থাকার কথা স্বীকার করে জানান,ধার দেনা ও কাস্টমস অফিসারদের সহযোগীতাই তার সংসারজীবন চালাতে তিনি প্রাইভেটকারটি ক্রয় করেছেন যা এখন ভাড়ায় চালিত হয়।

উল্লেখ্য,বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের সহযোগী হিসাবে বহিরাগত আনুমানিক ৭০জন এনজিও কর্মী বেনাপোল কাস্টমস হাউজে দীর্ঘ বৎসর ধরে কাজ করে আসছেন।এরা বিভিন্ন সময়ে আমদানীকারকদের প্রতিনিধি সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ীদের দাখিলকৃত পণ্য ছাড় করানোর ফাইল আটকিয়ে কৌশলে চাহিদামত ঘুসের টাকা উত্তোলন করে থাকে।

আমদানীকারকরা অনেকক্ষেত্রে কাস্টমসের হয়রানী এড়াতে বাধ্য হয়েই বাড়তি ঘুসের টাকা দিয়েই পণ্য চালান ছাড় করিয়ে নেন। বেনাপোল স্টেশনে থাকা এনজিও কর্মীদের অবৈধ্য ঘুস বানিজ্যে অতিষ্ঠ হয়ে অনেক আমদানি কারক এ পথে ভারত হতে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার পত্র পত্রিকায় লেখালেখী হলেও এখনো পর্যন্ত এনজিও কর্মীদের ব্যাপারে কোন পদক্ষেপ নেননী বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

সর্বশেষ - সারাদেশ