যশোর আজ শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ঈদকে ঘীরে আজিজ মিষ্টান্ন ভান্ডারের দই ও মিষ্টির মূল্য বৃদ্ধিতে ভোক্তা অসোন্তষ

প্রতিবেদক
Jashore Post
মার্চ ২৮, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
ঈদকে ঘীরে আজিজ মিষ্টান্ন ভান্ডারের দই ও মিষ্টির মূল্য বৃদ্ধিতে ভোক্তা অসোন্তষ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।


বেনাপোল প্রতিনিধি :: আসন্ন ঈদুল ফিতরকে পুঁজি করে যশোরের বেনাপোল বাজারের মিষ্টি ব্যবসায়ী মেসার্স আজিজ মিষ্টান্ন ভান্ডারের দুগ্ধজাত পণ্য মিষ্টি ও দই এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ভোক্তা অসোন্তষসহ হয়রানী বেড়েছে।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

একতা প্রেস ক্লাব বেনাপোল ফেসবুক আইডি হতে শুক্রবার( ২৮ মার্চ )আজিজ মিষ্টান্ন ভান্ডারের দোকানের ছবি সম্বলিত মূল্যবৃদ্ধির বিষয়টি জনসাধারনকে অবগত করতে পোস্ট ছেড়েছেন।প্রতিকার চেয়ে ভোক্তা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। ভোক্তারা পোস্টের কমেন্টে আবার উপজেলা প্রসাসনের হস্তক্ষেপও কামনা করেছেন। সবমলিয়ে বিরুপ মন্তব্যে ভাসছে পোস্টটি। আজিজ মিষ্টান্নের মূল্যবৃদ্ধির বিষয়টি এখন টক অফ দা টাউন।

পোস্টে উল্লেখ করা হয়েছে মিস্টি কেজি প্রতি ২০ টাকা ও দধিতে ৩০টাকা করে বেশী নেওয়া হচ্ছে। পোস্টের সত্যতা যাচায়ে সরেজমিনে ঐ প্রতিষ্ঠানে গেলে দাম বৃদ্ধির সত্যতা পাওয়া যায়।

বিষয়টি জানতে প্রতিষ্ঠান মালিক আব্দুল আজিজের মুঠোফোনে কথা বললে তিনি প্রতিনিধিকে মূল্য বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে জানান,সাম্প্রতি বেনাপোল বাজারে গরুর দুধের সংকট হওয়ায় দুধ প্রতি কেজি ১০টাকা দর বেশী দিয়ে কিনতে হচ্ছে। এর ফলে তিনি ব্যবসায়িক ভাবে লোকসানে পড়ে তার প্রতিষ্ঠানে বিক্রিত দুগ্ধজাত পন্যের দাম বাড়িয়েছেন। ঈদ পরবর্তী ১ সপ্তাহ এই চড়া দাম থাকবে ও পরবর্তী সময়ে দই মিস্টিতে পূর্বের দাম নেওয়া সম্ভব হবে বলে তিনি আরো জানান।

রমজানে সারাদেশে পণ্যসামগ্রীর মূল্য ভোক্তাদের সহনীয় রাখতে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করলেও বেনাপোলে তাদের কার্যক্রম পরিচালিত না হওয়ায় ক্ষুদ্ধ ভোক্তারা।

স্থানীয় একাধিক ভোক্তা অভিযোগ জানিয়ে বলেন ঈদ উপলক্ষ্যে সরকারী অফিস আদালত বন্ধ থাকার সুযোগে অভিযান এড়াতে প্রতিষ্ঠান মালিক অসদ উপায় বেছে নিয়েছে।

বিষয়টি নিয়ে বেনাপোল পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর রাশিদা খাতুনের সহিত যোগাযোগ করলে তিনি জানান,বিষয়টি নিয়ে উদ্ধতণ কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে।ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিষ্ঠানে অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত