প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন ইসরায়েলি প্রেসিডেন্ট। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ইসরায়েল প্রেসিডেন্টকে স্বাগত জানান।
রবিবার ( ৩০ জানুয়ারি ) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ সস্ত্রীক আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পৌঁছান।এই সফরে কী বিষয়ে আলোচনা হবে আমিরাত ও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
আরব আমিরাত সফর প্রসঙ্গে হেরজগ জানান,আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে আসা এই সফরে তিনি দেশটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন। তিনি আরও বলেন,এই সফরের মধ্য দিয়ে ইসরায়েল বার্তা দিতে চায়, সমগ্র উপসাগরীয় অঞ্চলের জনগণের একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু হল শান্তি।