যশোর আজ শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ইউপি সদস্যদের আপত্তি সত্ত্বেও ইউপি ভবন হস্তান্তর!খুলে ফেলা হলো পৌরসভার সাইনবোর্ড

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৯, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
ইউপি সদস্যদের আপত্তি সত্ত্বেও ইউপি ভবন হস্তান্তর!খুলে ফেলা হলো পৌরসভার সাইনবোর্ড
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মাহমুদুল হাসান :: বেনাপোল ৪ নং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের আপত্তির মধ্যেই চেয়ারম্যানের একক ক্ষমতা বলে ইউপি ভবনটি হস্তান্তর করা হয়েছিলো বলে অভিযোগ ওঠেছে। ইতিমধ্যে পরিষদটির ৮ শতক জমির উপর স্থাপিত নিজিস্ব ভবনে কার্যক্রম শুরু করার লক্ষ্যে হস্তান্তর হওয়া ভবনটি পুনরায় দখলে নিয়েছে পরিষদটির ইউপি সদস্যরা।

ক্ষমতাশীল আওয়ামীলীগ সরকারের পতনের পর পরই গত সোমবার(৫ আগস্ট ) সন্ধ্যায় ইউনিয়ন বাসির নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে পরিষদের নিজিস্ব ভবনটি নিজেদের আয়ত্তে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদটির একাধিক ইউপি সদস্য।

বেনাপোল পৌরসভার কার্যালয় -২ হতে আকস্মিক বেনাপোল ইউনিয়ন পরিষদ এ রুপান্তর প্রক্রিয়াটি জনমনে কৌতুহল সৃষ্টি করেছে। তবে কি অনিয়মতান্ত্রিকভাবে ইউনিয়ন পরিষদ ভবনটি হস্তান্তর করা হয়েছিলো? এমন পশ্ন এখন জনমনে।

বিষয়টি জানতে বেনাপোল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রিন্স মাহমুদের সাথে যোগাযোগ করলে পরিষদ চেয়ারম্যান বজলুর রহমানের স্বেচ্ছাচারিতায় একক সিদ্ধান্তে ইউপি ভবনটি হস্তান্তর করা হয়েছিলো বলে অভিযোগ জানান।

তিনি আরো বলেন বেনাপোল পৌরসভার মেয়র এর সহিত এক মিটিং এ বেনাপোল ইউনিয়ন পরিষদের সম্পূর্ন এলাকা বেনাপোল পৌরসভার ভিতর অর্ন্তভূক্ত করার সিদ্ধান্তে ইউপি সদস্যরা একমত পোষণ করেন। কিন্তু চেয়ারম্যান ইউনিয়ন বিলুপ্ত হওয়ার ঘোষণা না আসলেও একক ক্ষমতাবলেই ইউপি ভবন ও জায়গা পৌর মেয়রের নিকট হস্তান্তর করে।

বিষয়টি জানারপর পরিষদের সকল ইউপি সদস্য আপত্তি জানালেও আওয়ামীলীগ সরকারের দলীয় প্রভাবে আমরা নিরুপায় হয়েই প্রতিবাদ করতে পারেনি। তবে বিষয়টি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিক ভাবে অবগত করেছেন বলে নিশ্চিত করেন।

বেনাপোল পৌরসভার কার্যালয় দখল করার বিষয়ে জানতে চাইলে ইউনিয়নটির ( ৯ নং ওয়ার্ড ) গাতিপাড়া গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেন জানান,ইউপি ভবন বেনাপোল পৌর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার ব্যাপারে চেয়ারম্যান পরিষদ সদস্যদের সহিত কোন আলোচনা করেননি কিংবা মতামতও নেননি।এখানে দখল-বেদখলের কোন বিষয় নই,বরং আমাদের নিজিস্ব ভবনে ইউনিয়ন কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে সকল ইউপি সদস্য একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।

বেনাপোল পৌরসভার কার্যালয় স্থাপন ও আকস্মিক ভাবে সাইনবোর্ড খুলে নেওয়ার বিষয় জানতে চাইলে বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন জানান,বেনাপোল পৌরসভার এলাকাধীন বেনাপোল ইউনিয়ন পরিষদের জায়গা বিধি মোতাবেক ফিরে পাওয়ার জন্য ডিসি ও মন্ত্রাণালয় বরাবর আবেদনের প্রেক্ষিতে ডিসি মহোদয়ের আদেশে বেনাপোল ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ তা আমাদের নিকট হস্তান্তর করলে পৌর নাগরিকদের অধিক সেবা দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় কার্যালয় স্থাপন করা হয়।বেদখল হওয়ার পরপরই বিষয়টি ডিসি মহোদয়কে অবগত করা হয়েছে তিনি বিধি মোতাবেক ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।

এ বিষয়ে ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান জানান,বেনাপোল পৌরসভা থেকে বেনাপোল ইউনিয়ন পরিষদ এর  আওতাধীন জায়াগা হস্তান্তর করার বিষয়ে বহু বছর আগ হতেই বার বার চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি আমার পরিষদের সকল ইউপিসদস্য অবগত আছেন। বিধি মোতাবেক ডিসি মহোদয়ের চিঠির প্রেক্ষিতে ভবন হস্তান্তর করা হয়েছে। সরকার পতনের পর দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় বেনাপোলের বাহিরে অবস্থান করায় ইউপি সদস্যদের দ্বারা বেনাপোল পৌরসভা কার্যালয় দখলকরা বিষয়ে আমার জানা নেই।

ইউপি সদস্যদের আপত্তি ও বেনাপোল পৌরসভার কার্যালয় বেদখল হওয়া বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ বংশী জানান, ইউপি ভবন হস্তান্তর বিষয়ে বেনাপোল ইউপি সদস্যদের আপত্তি বিষয়ে জানা থাকলেও জায়গা হস্তান্তর কিংবা গ্রহণ বিষয়ে তাকে কোন প্রকার অবগত করা হয়নী।পৌরসভার কার্যালয়-২ বেদখল বিষয়ে আমি মাত্রই আপনার মারফত শুনলাম। অভিযোগ পেলে,তা খতিয়ে দেখে পরবর্তী সময়ে বিষদ জানাতে পারবো।

উল্লেখ্য বেনাপোল ইউনিয়ন পরিষদের সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া ও পরিষদের জায়গায় দোকান ঘর ভাড়া দেওয়া প্রসঙ্গে দীর্ঘদীন ধরেই ইউপিসদস্যদের সহিত চেয়ারম্যানের মতবিরোধ চলছিলো। সরকার পতনের পর বিএনপি পন্থী ইউপি সদস্যদের শক্ত বাধার মুখে তা প্রকাশ্যে বেরিয়ে আসে। ইউনিয়নবাসীর দাবি দ্রুততম সময়ে তাদের নাগরিক সেবা নিশ্চিতকরা।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত