যশোর আজ বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

আলীম হত্যা মামলাঃময়না তদন্তের জন্য কবর হতে লাশ উত্তোলন

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ১৫, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
আলীম হত্যা মামলাঃময়না তদন্তের জন্য কবর হতে লাশ উত্তোলন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বেনাপোলের বহু বিতর্কিত বিএনপি নেতা আব্দুল আলীম হত্যা মামলায় লাশ ময়না তদন্তের জন্য নিহতের দীর্ঘ আড়াই বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার ( ১৫ জানুয়ারী )দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিমনার ( ভূমি ) ও নির্বাহী মেজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে বেনাপোল বড় মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থান হতে উত্তোলন করা হয়েছে।

কবর হতে লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )রাসেল মিয়া জানান,নিহত ভিকটিম বিএনপি নেতা আব্দুল আলীম (৪৫) এর লাশ বিজ্ঞ আদালতের নির্দেশে( বেনাপোল পোর্ট থানার মামলা নং- ২০ )এসিল্যান্ড শার্শার উপস্থিতিতে কবরস্থান হতে উত্তোলন পূর্বক ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মামলার বাদী আসামিদের না চিনলেও সাংবাদিক,ছাত্র,শিক্ষক ও ব্যবসায়ী এই হত্যা মামলার এজাহার নামীয় আসামী। অন্তবর্তী সরকারের সময় বিএনপি নেতাদের ইন্ধনে নিরপরাধ ব্যাক্তিদের জড়িয়ে হয়রানী মূলক এই মামলার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার বিশষ্টিজনেরা।

মামলার একাধিক আসামীর দাবি তারা আলিমকে চিনেনা এমনকি ঘটনার দিন তারা ঘটনাস্থলেও যাইনী তবুও তাদেরকে মিথ্যা মামলায় পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।কেবলই রাজনৈতিক স্বার্থ হাসিল,আসামী বানিজ্য ও হয়রানী দিতেই আলিম হত্যা মামলা দায়ের হয়েছে।আসামীদের দাবি মামলার সুষ্ঠ তদন্ত ও বিচারকার্যে রাজনৈতিক প্রভাব না খাটালে সকলেই বেখুসুর খালাস পাবে।

মামলার আলামত ও পোস্ট মর্টেম রিপোর্ট ছাড়াই থানায় হত্যা মামলা রুজু হওয়ায় আসামী পক্ষের আইনজিবীরা মামলা প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ বলে মনে করেন।সাজানো এ মামলায় একাধিক আসামীর ঠিকানা ভুল ও ঘটনাস্থলের ভবন মালিক এবং দোয়া অনুষ্ঠানে হামলার প্রত্যক্ষদর্শী বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলনকে স্বাক্ষী না রাখায় দুরভিসন্ধির বহিঃপ্রকাশ ঘটেছে বলে আরো জানান।

উল্লেখ্য,যশোরের স্থানীয় বহুল প্রচারিত লোকসমাজ পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ২০২২ সালের ১৬ আগস্ট বেলা ৪টার সময় বেনাপোল বাজারস্থ মিলন চেয়ারম্যানের ভবনের ছাদে খালেদা জিয়ার ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে হামলা চালায় ছাত্রলীগের ( নাম উল্লেখ্যসহ ) চিহ্নিত ১০/ ১৫জন সন্ত্রাসী।সেই হামলায় ছাদ হতে লাফ দিয়ে পালাতে গিয়ে বিএনপি নেতা নিহত আব্দুল আলীমসহ আরো অনেকে গুরুতর জখম হয়। পরে তারা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাতপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। ২০২২ সালের ১৫ নভেম্বর সকাল সোয়া ৯ টার সময় যশোর সদর হাসপাতালে আব্দুল আলীম মৃত্যুবরণ করেন।

পরিবারের সদস্যদের সন্মতিতে কোন প্রকার ময়নাতদন্ত ছাড়াই নিহত আব্দুল আলিমের দাফন সম্পন্ন হয়।বিএন পি নেতা আলিম নিহতের ঘটনায় তৎকালীন সময়ে সোরগোল না হলেও ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর পরই আলিম হত্যাকান্ড নিয়ে নড়েচড়ে বসে স্থানীয় বিএনপি নেতারা।

সারা দেশের ন্যায় আওয়ামীলীগ নেতা-কর্মীদের দমন পিড়নের অংশ হিসাবে আলিম হত্যা মামলার উদ্ভব ঘটেছে বলে আসামীরা আরো জানান।

সর্বশেষ - সারাদেশ