সর্বশেষ খবরঃ

আর্জেন্টিনায় মেসিদের বরণে লাখো মানুষ

আর্জেন্টিনায় মেসিদের বরণে লাখো মানুষ
আর্জেন্টিনায় মেসিদের বরণে লাখো মানুষ

ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বজয় করে আর্জেন্টিনা ফুটবল দল দেশে ফিরেছে। দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে শুরু হয় উদযাপন। শেষবার ১৯৮৬ সালে প্রয়াত কিংবদন্তি খেলোয়াড় দিয়েগো মারাদোনা আর্জেন্টিনায় ট্রফি নিয়ে গিয়েছিল।

রোববার রাত পার করে সোমবারই বিমানে চড়ে বসে মেসিরা। এদিকে তারা মধ্যরাতে দেশে নামবে তাই ভক্তরাও অপেক্ষা করছিল। এছাড়া তাদের উদযাপনে যাতে সমস্যা না হয় তাই দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ মঙ্গলবার সারাদেশে সরকারি ছুটিও ঘোষণা করেন।

রাত থেকে বুয়েন্স আয়ার্সের বিমানবন্দরের বাইরে লাখো মানুষ ভিড় করতে শুরু করে। সবাই একটিবার বিশ্ব চ্যাম্পিয়নদের চোখের দেখা দেখতে চান। ছুঁয়ে দেখতে চান।

বিশ্বজয়ী দল বিমানে করে এসে নামলেন, তখনো দিনের আলো ফোটেনি। তখনো লাখো মানুষের ভিড়। এদিকে খেলোয়াড়দের আগে কাতার থেকে আলাদা বিমানে দেশে ফিরেছেন তাদের পরিবারের সদস্যরা।

আসল বিমান, নামল বিশ্বজয়ীরা, লাল কার্পেটে হেঁটে বিমানবন্দর থেকে বেরোলেন তারা। তখনো বিমানবন্দরের বাইরে দাঁড়ান লাখো মানুষ, তারা মেসিদের স্বাগতম জানাতে চিত্কার করে গেয়ে চলেছিলেন ফ্যানদের আনঅফিশিয়াল অ্যানথেম। সে সময় বাইরে মেসিদের জন্য অপেক্ষা করছিল হুডখোলা বাস।

এজেইজা বিমানবন্দর থেকে বেরিয়ে ট্রফি হাতে তাতে চেপেই শহর প্রদক্ষিণ করেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ফুটবলাররা মোবাইলে বন্দি রাখলেন মুহূর্তগুলো। অনুরাগীরাও নায়কদের মুঠোবন্দি করতে ব্যস্ত। সেই বাস গিয়ে পৌঁছায় রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার পর দেওয়া হবে সংবর্ধনা।

এর আগে আর্জেন্টিনা সরকারের তরফে মেসিদের কাসা রোসাডায় রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। রাষ্ট্রপতি ভবনের বারান্দা থেকে বিশ্বকাপ ট্রফি হাতে পোজ দিয়েছিলেন দিয়েগো মারাদোনারা।কিন্তু মেসিদের ক্ষেত্রে এএফএ রাজি হয়নি। কারণ সাধারণের ভিড়ে মিশে গিয়ে আনন্দ উত্সবে মেতে উঠতে চান বিশ্বজয়ীরা।

এদিকে আর্জেন্টিনায় পৌঁছে মেসিরা কীভাবে উৎসব করবেন তা আগে থেকে ঠিক করে নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তারা টুইট করে জানিয়েছিল, ‘মঙ্গলবার বুয়েন্স আয়ার্সের ওবেলিসকে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।

আরো খবর

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
যশোরে সরকারি সার আত্মসাতের
যশোরে সরকারি সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার-৩
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প