আঃ খালেক মন্ডল (গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: আগামী ২রা আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, মাহমুদ হাসান রিপন এমপি, সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, শহিদুল ইসলাম আবু, অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, শাহ সারোয়ার কবীর, আমিনুর জামান রিংকু, রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল, ওমর ফারুক রুবেল, কামাল হোসেন, আফরোজা বারী, আব্দুল লতিফ প্রধান,প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামীলীগ জনগণকে সাথে করে নিয়ে তাদের ষড়যন্ত্রকে রুখে দেবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে আগামী ২রা আগস্টের রংপুরের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত করা হবে।
গাইবান্ধার ৫টি আসন থেকে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবে।বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে পুনরায় আওয়ামীলীগ সরকার গঠন করবে।