ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল ) আসন্ন পর্বে পাঞ্জাব কিংস তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল।২০১৮ সাল থেকে পাঞ্জাবের হয়ে খেলছেন আগারওয়াল। ছিলেন সহ অধিনায়ক এবং গত আসরে কয়েক ম্যাচ নেতৃত্বও দিয়েছেন।
সোমবার ( ২৮ ফেব্রুয়ারি ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়,পরের আসরে দলকে নেতৃত্ব দিবেন মায়াঙ্ক আগারওয়াল।
নতুন দায়িত্ব পেয়ে আগারওয়াল উচ্ছ্বসিত এবং চরম আন্তরিকতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করতে চান তিনি, ‘২০১৮ সাল থেকে পাঞ্জাব কিংসের সঙ্গে আছি আমি এবং এই চমৎকার দলকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত।
দলকে নেতৃত্বের সুযোগ দেওয়ায় আমি আনন্দিত। চরম আন্তরিকতার সঙ্গে আমি এই দায়িত্ব নিচ্ছি, কিন্তু একই সময়ে আমি বিশ্বাস করি এই মৌসুমে পাঞ্জাব কিংস স্কোয়াডে যে প্রতিভা আছে তাদের সঙ্গে আমার কাজ করা সহজ হয়ে যাবে।
এই আসরের নিলামের আগে প্রথম খেলোয়াড় হিসেবে আগারওয়ালকে রিটেইন করেছিল পাঞ্জাব। এছাড়া আর্শদীপ সিংকেও তারা রেখে দেয়। গত আসরের অধিনায়ক লোকেশ রাহুলকে এবার ছেড়ে দেয় দলটি। এই ভারতীয় ওপেনার এবার খেলবেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ফাইনাল হবে ২৯ মে।