যশোর আজ মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

আইনি জটিলতায় পড়ছেন না র‌্যাপ তারকা বিয়াঙ্কা

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
আইনি জটিলতায় পড়ছেন না র‌্যাপ তারকা বিয়াঙ্কা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় ক্যামেরার সামনে নগ্ন হয়ে ধরা দেন আমেরিকার র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কা সেনসরি।এই নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল হইচই।

ধারণা করা হয়েছিলো, বিয়াঙ্কাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে। এমনকি হতে পাররে জেলও। কিন্তু না, তাকে কোনও আইনি জটিলতায় পড়তে হচ্ছে না।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একটি সূত্র সোমবার ( মঙ্গলবার ) টিএমজেডকে জানিয়েছে যে,গ্র্যামি অ্যাওয়ার্ডে উপস্থিত কেউই কানিয়ে ওয়েস্টের স্ত্রীর পোশাক বা তার নগ্ন হওয়া নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

ওদিকে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক আইনজীবী আন্দ্রেয়া ওগুনটুলা পেজ সিক্সকে এ সম্পর্কে বলেছেন,যদিও মিসেস সেনসোরির পোশাক নিঃসন্দেহে খামখেয়ালিপনাকে ছাড়িয়ে গেছে।ক্যালিফোর্নিয়ায় এভাবে ইচ্ছাকৃতভাবে নগ্ন হওয়ার অভিযোগে কেউ আপত্তি জানাতে পারেন। কিন্তু তাই বলে তিনি কোনও ফৌজদারি মামলার মুখোমুখি হবেন এমনটা নয়।

তিনি আরও যোগ করেন,এটি জেলা অ্যাটর্নির অফিসকে সিদ্ধান্ত নিতে হবে।টিএমজেডের তথ্য অনুযায়ী,কানইয়ে এবং বিয়াঙ্কা যখন সঙ্গীতের সবচেয়ে বড় আসরে উপস্থিত হয়েছিলেন, তখন আনশুটজ এন্টারটেইনমেন্ট গ্রুপ, ইনকর্পোরেটেড ( এইজি ওয়ার্ল্ডওয়াইড )এবং রেকর্ডিং একাডেমির নিরাপত্তা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

পরেছিলেন চোখে সানগ্লাস, গলায় একটি হীরার চেন পরেছিলেন তিনি। অন্যদিকে বিয়াঙ্কা পরেছিলেন একটি কালো, মেঝে পর্যন্ত লম্বা পশমের কোট।

ক্যামেরায় পোজ দেওয়ার সময় ৩০ বছর বয়সী বিয়াঙ্কা ঘুরে দাঁড়ান এবং তার কোটটি ফেলে দেন। একটি নিখুঁত স্বচ্ছ পোশাক পরে তিনি পোজ দেন প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে।

বলা প্রয়োজন,প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ২০২২ সালে বিচ্ছেদ হয় কানইয়ের। তার পর বিয়াঙ্কার সঙ্গে বিয়ে সারেন। অনেকেই অবশ্য কিমের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন বিয়াঙ্কার।

উল্লেখ্য,কানইয়ে গ্র্যামির আসরে শেষবার এসেছিলেন ৬ বছর আগে। মঞ্চে উঠেছিলেন ‘অনলি ওয়ান’ গানটি গাওয়ার জন্য।

সূত্র: পেজ সিক্স

সর্বশেষ - সারাদেশ