সর্বশেষ খবরঃ

অসহযোগ আন্দোলনের সংঘর্ষে পাঁচ জেলায় নিহত-১২

অসহযোগ আন্দোলনের সংঘর্ষে পাঁচ জেলায় নিহত-১২
অসহযোগ আন্দোলনের সংঘর্ষে পাঁচ জেলায় নিহত-১২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন কর্মসূচি। রোববার ( ৪ আগস্ট ) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালনকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়েছে। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে পাঁচ জেলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

রংপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম খসরু। তবে, পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার দুপুর দেড়টার দিকে নগরীর সিটি কর্পোরেশনের সামনে, সুপার মার্কেট, জাহাজ কোম্পানি ও পায়রা চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়।

বগুড়ার দুপচাঁচিয়ায় রোববার দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মুনিরুল ইসলাম ( ৩৪ )। বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়।

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ শামসুন্নাহার ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্সীগঞ্জে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। সকাল ১১টার দিকে জেলা শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল বিষয়টি নিশ্চিত করে বলেন,গুলিবিদ্ধ অবস্থায় ৭ জনকে হাসপাতালে আনা হয়। পর্যবেক্ষণ শেষে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে আবদুল্লা রুবেল (৩৩) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার  দুপুরে পৌর এলাকার বনিয়াপাড়ায় মারা যান তিনি।নিহত আবদুল্লা রুবেশ পেশায় বাস চালক ছিলেন বলে জানিয়েছে পরিবার। তিনি বারেরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নয়ন মিয়া বলেছেন,সংঘর্ষ চলাকালে রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।

এছাড়াও সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আরো খবর

পটিয়ার কুসুমপুরায় চক্ষু শিবিরসহ বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত
পটিয়ার কুসুমপুরায় চক্ষু শিবিরসহ বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ