হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায়ের চোখের রেটিনার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (২২ এপ্রিল) তার চোখে অস্ত্রোপচার হয়েছে। আপাতত বিশ্রামে রয়েছেন তিনি।
প্রীতম সরকারের নতুন সিনেমা ‘সৎ ভূত অদ্ভুত’। এ সিনেমায় অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ( ২২ এপ্রিল ) সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষাণা হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুরে কলকাতার একটি রেস্তারাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি তিনি।