বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে অভিনব পন্থায় দুধের ড্রামে ভরে ফেনসিডিল বহনকালে জাকারিয়া ( ২৪ ) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। সে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দাদপুর গ্রামের মোকাদ্দেশ মোল্যা ছেলে। বুধবার ( ২৭ অক্টোবর ) দুপুর ১টার সময় বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বেনাপোল পোর্টথানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থানার এস আই মাসুম বিল্লাহ সজ্ঞীয় অফিসার ফোর্স সহযতায় কাগজপুকুর বাজারের যাত্রী ছাউনীর সামনে অভিযান চালিয়ে পাকা রাস্তার উপর হতে প্লাষ্টিকের একটি ড্রাম সহ সন্দেহজনক জাকারিয়াকে আটক করে। পরে ড্রামের ভিতর থাকা ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান মাদকদ্রব্য উদ্ধার ও মাদককারবারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
Discussion about this post