যশোর আজ বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

অচেনা ভালোবাসা পর্ব-৪

প্রতিবেদক
Jashore Post
মে ৯, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
অচেনা ভালোবাসা পর্ব-৪
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

লেখা: মাহমুদুল

পাখি উত্তরে জানালো ফেরার আর সুযোগ নেই। হয়তো জীবনে কখনো ভুলতে পারবোনা তবে এমনটিও নই সবকিছু সহজেই ভুলে যাবো। পাখির শখের তালিকায় রয়েছে ফটো এলব্যামে ছবি সংরক্ষন করা। সে তার পছন্দের ছবি গুলো এলব্যামে সংরক্ষন করে। শুধু ছবি নয় গিফটের র‌্যাফিন পেপার, চকলেটের প্যাকেট, ভ্রমনের টিকিট, বৈদেশিক মুদ্রা এমন অনেক কিছু রয়েছে তার ছোট্ট সংগ্রহ শালায়। তার শখের এলব্যামে আমার ছবি স্থান পেয়েছে। একদিন ভিডিও কলে তার এলব্যামের পাতা গুলো দেখালো। তার কয়েকটি পাতাতে পরিবারের সদস্যদের ছবির সাথে আমার আনেক গুলি ছবি দেখতে পেলাম।

সময়ের চাকা ঘুরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাজেক ভ্রমনের নির্ধারীত দিন চলে আসলো। সেদিন সকালে বাসা হতে ট্রলি নিয়ে বের হলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আগে হতেই ২টি ছিট কনফার্ম করা ছিলো। যথারিতী ট্রেন ছাড়লো বিকালে পাখির শহরের স্টেশনে ট্রেন গিয়ে দাঁড়ালো। বাসা হতে বান্ধবীদের সাথে ৩ দিনের ভ্রমনে সাজেক যাবে বলে পরিবারের অনুমতি নিয়েছে। এ খবর আমি আগ হতে পাওয়ায় সাজেক ভ্রমন নিয়ে মাথায় তেমন কোন চাপ ছিলোনা। পাখিও ল্যাগেস নিয়ে স্টেশনে অপেক্ষা করছে।

ট্রেন থামতেই বগি হতে নেমে পড়লাম। কয়েক ধাপ হাটতেই পাখির দেখা পেলাম। সাথের ল্যাগেজ টেনে নিয়ে ট্রেনে ওঠে পড়লাম দুজনে। কিছুক্ষন পরই ট্রেন ছেড়ে দিলো। সেই পুরোনো স্মৃতি আবারো নতুন করে মঞ্চস্থ হলো। পাখি তার হেড ফোনের ১টি স্পিকার আমার কানে গুজে দিলো। আমিও তার হাতের তালুতে আমার হাত রাখলাম। হঠাৎ চায়ের ফ্লাক্স হাতে ট্রেনের টি বয় আসলো আমাদের কাছে। আমি কফির অর্ডার দিলাম যদিও পাখি চা,কফি কিছুই পছন্দ করে না। যেহেতু লং জার্নি তাই রিফ্রেশমেন্টের জন্য আমি তাকে কফি খেতে বলায় কাফে একটু চুমুক দিলো।

সন্ধ্যা ঘনিয়ে আসছে ট্রেনও দ্রুত গতিতে ছুঁটছে। গোধুলী বেলা ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগলাম দুজনে। সাদা সাফারি পরিহিত ট্রে হাতে খাবারের পসরা সাজিয়ে এক ভ্রদ লোক এসে দাড়ালো আমাদের সামনে । আমি তার হাতে থাকা ট্রে হতে স্যানডুইজ ও ভেজিটেবল রোল নিলাম। পরপরই চিপস ও পানি বিক্রেতা এসে হাজির কাজেই আমার খাবারের জন্য তেমন কষ্ঠ করা লাগলো না। রাত ৯ টায় কমলাপুর স্টেশনে গিয়ে নামলাম। প্লাটফর্ম হতে বাহির গেটের দুরুত্ব অনেক। ল্যাগেস নিয়ে দ্রুত হাটতে হচ্ছে দুজনের। ওদিকে আবার ১০.৩০ মিনিটে পরিবহন বাস ধরতে হবে। আমার বন্ধু আগ হতেই টিকিটের ব্যবস্থা করে রেখেছে।

স্টেশন হতে বেরিয়ে রিকশা নিয়ে দ্রুত আরামবাগ বাস স্ট্যান্ডে চলে গেলাম। নির্ধারীত সময়ের ১০ মিনিট পূর্বেই বাসে চেপে বসলাম। বাসের মাঝা মাঝি ছিট পেয়েছি আমরা। একটু পরেই দেখি বাস ভর্তি প্যাসেঞ্জার। সামনে পিছনে ও পাশে যারা ছিলো তারা সবাই সাজেক যাবে। জোড়ায় জোড়ায় বসেছে সবাই,অনেকটাই কপত-কপতীদের মেলা বসেছে। হঠাৎ করেই বাসের আলো নিভে গেলো ও বাস চলা শুরু করলো। ল্যাগেস হতে চাদরটা বের করে পাখির গায়ে জড়িয়ে দিলাম।

জীবনে প্রথম লং জার্নি তার। পাঁচ ঘন্টা জার্নি করেই একটু ক্লান্ত হয়ে পড়েছে। ঘুম ঘুম ভাব পাখির তাই ছিটটাও ফোল্ডিং করে দিলাম। পাখির ফোনের রিং টোন বেজে ওঠলো বাসা হতে কল করেছে। আমি বুঝতে পেরে পাখিকে জাগিয়ে দিলাম। সেও কল ধরে কথা সেরে নিলো। ফোন দিলে অযাথাই মিথ্যা বলা লাগবে তাই ফোনে সে বাবা-মাকে জানালো সকালে কথা বলবে ফোনের চার্জ শেষ বন্ধ হয়ে যাবে। পাখি তাদের চিন্তা মুক্ত থাকতে বলে সাজেকের উদ্দেশ্যে গাড়ী রওনা দিয়েছে জানিয়ে ফোন বন্ধ করে রাখলো।

কিছুক্ষন পর পাখি আমার কাধে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। সে রাতে আমার আর তেমন ঘুম হলোনা। মাঝে মধ্যেই তার গায়ের চাদরটা আমি ঠিক করে দিচ্ছি। বাস দূরন্ত গতিতে ছুটছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। ভোরে পৌঁছালাম খাগড়াছড়ি শহরে। বাস হতে নেমে দেখি পর্যটকদের ছড়াছড়ি। সকলে চাঁদের গাড়ি খুঁজছে সাজেক যাবে বলে। খাগড়াছড়ি শহর থেকে আনুমানিক ৬৭ কিলোমিটার দুরে দূর্গম পাহাড়ের চূড়ায় সাজেকের অবস্থান। সারারাত জার্নি করে মন চাইছে না কোলাহল পরিবেশে গিয়ে গাড়ি খুঁজতে। তাই দুজনে চলে গেলাম খাবার হোটেলে। হাতে দুই ঘন্টা সময় আছে এখনো।

সাজেক যেতে হলে সকাল ৮টার মধ্যে চাঁদের গাড়ি ধরতে হবে। পাহাড়ী অঞ্চল তাই পর্যটকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর নির্দেশনা মানতে সকল পর্যটক বাধ্য। খাবার হোটেলে ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিলাম দুজনে। সাথে খাবার পানি,চিপস ও বিস্কুট ও নিয়ে নিলাম। পাখিকে রেখে আমি বেড়িয়ে পড়লাম গাড়ির খোঁজে। ১১জনের টিমে আমরা দুজন ভিড়ে গেলাম। আলাদা ভাবে দুজনে যেতে ৮ হাজার টাকা লাগতো তাই খরচ বাঁচাতে এ সিদ্ধান্ত। সকাল ৮টায় গাড়ী ছাড়লো সাজেকের উদ্দেশ্যে। আমরা দুজনে পাশাপাশি ছিটে বসলাম।

ঐ গাড়িতে পরিচিত কেউ না থাকলেও ১ ঘন্টার মধ্যে সকলের সাথে একটা ভাব হয়ে গেল। তখন কেন জানি মনে হচ্ছে আমরা সব একই পরিবারের। ছোট বড় অসংখ্য পাহাড়। সবুজের অরণ্যে মেঘের হাতছানি। পাহাড়ের বুক চিরে আঁকাবাকা পিচঢালা পথ। পথের বাঁকে বাঁকে আদিবাসীদের ঘর বাড়ী। পাহাড়ের টিলা থেকে হাতছানি দিয়ে ডাকছে সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ। পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই বুঝি সাজেককে বলা হয় মেঘের রাজ্য। চাঁদের গাড়িতে ঘন্টা খানেক যাওয়ার পর দিঘানালায় পৌঁছালাম।

অপেক্ষা করতে হবে সেনাবাহিনীর নেতৃত্বে গাড়ি বহরের সাথে সাজেক যাওয়ার জন্য। সকলে গাড়ী হতে নামলাম। একটু ঘোরা ফেরা ও কিছু ছবি তুলে আবারো গাড়ীতে গিয়ে বসলাম দুজন। গাড়ী ছেড়ে দিলো চলছে পল্প ও আড্ডা। পাহাড়ী এ পথে পর্যটকদের স্বাগত জানাতে ছোট ছোট আদিবাসী শিশুদের হাত নাড়তে দেখা যায়। দুপুর ১ টা নাগাদ রুইলুই পাড়ায় পৌঁছায় আমরা। চোখের সামনে স্বপ্নের সাজেক। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রুইলুই পাড়ার অবস্থান। গাড়ী হতে নেমে একটা কটেজে গিয়ে রুম নিলাম।

পাহাড়ের চূড়ায় কাঠের তৈরী কটেজগুলোর লাগোয়া বারান্দা থেকে যেনো মনে হয় এই বুঝি হাত বাড়ালে মেঘ ছোঁয়া যাবে। রুমে ঢুকে সেবারই প্রথম পাখিকে বুকে টেনে নিলাম। পাখি তার ব্যাগ হতে আমার জন্য কেনা র‌্যাফিনে মোড়ানো গিফট গুলো দিলো। আমিও তার জন্য নেওয়া উপহার তার হাতে তুলে দিলাম। উপহার বিনিময়ে আমার কাছে সেরা উপহার ছিলো তার হাতের কেটে রাখা কয়েক টুকরা নখ। ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করেই বের হলাম খাবার খেতে। পাহাড়ের খাঁজে খাঁজে কাঠ ও বাশের তৈরী ঘরে খাবারের হোটেল গুলো নজর কাড়ে।

দুজনে দুপুরের খাবার খেয়ে নিলাম এবার কংলাক পাহাড় দেখতে যাবো। রুইলুই হতে কংলাক পাহাড়ের দুরুত্ব মাত্র ৩ কিলোমিটার। চারপাশের মনোরম পাহাড় সারি ও সাদা তুলোর মত মেঘের ভ্যালি দেখে দুজনেই মুগ্ধ। কংলক পাড়া হচ্ছে লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। গোধুলী বেলায় কংলক পাড়া ঘুরে একটু রিফ্রেশ হতে বাশের কাপে চা খেলাম। রাত নামতেই কটেজে ফিরে এলাম। রাতের খাবার খেয়ে তড়িঘড়ি দুজনে ঘুমিয়ে পড়লাম। দুজনেই এত ক্লান্ত যে রাত জেগে গল্প শোনার শক্তি নেই কারো। আবার ভোরে সূর্য উদয় দেখার ইচ্ছে আছে দুজনের।

ভোরে ওঠে দুজনে প্রকৃতি দেখতে বের হলাম তবে সূর্য উদয় আর দেখা হলোনা। সকালের নাস্তায় ভুনা খিচুড়ী ও ডিম খেয়ে ফিরে গেলাম কটেজে। সকাল ১০টায় গাড়ী ফিরবে খাগড়াছড়ি শহরে তাই দ্রতুই ফ্রেশ হয়ে রুম ছেড়ে দিলাম। আসার আগে পাখি হোটেল রুমের দেওয়ালে আমাদের নাম ও রাত্রি যাপনের তারিখ লিখলো। দুপুর ১ টা নাগাদ আমরা খাগড়াছড়ি শহরে পৌঁছালাম। খাগড়াছড়ির দর্শনীয় স্থান গুলো ঘুরে বিকালে বাসে ওঠে গেলাম।

এবার গন্তব্য চট্রগ্রাম শহর। আমরা রাত ১০টার দিকে চট্রগ্রামের অক্সিজেন মোড় পৌঁছালাম। বাস থেকে নেমে রিকশা চেপে সোজা হোটেলে গিয়ে ওঠলাম। ফ্রেশ হয়ে বের হতে ১১টা বাজলো। এত রাতে শহরে আর কোথায় ঘুরবো। খাবার হোটেলে গেলাম রাতের খাবার খেতে। খাওয়া শেষ এবার দুজনে শহরের ঝলমলে আলোয় হাতে হাত ধরে পিচ ঢালা পথ হাঁটছি। এসময় পাখি তার বেস্টিকে ফোন কল দিলো। ফেরার পথে তার সাথে দেখা করবো বলে আপিকে কথা দিলাম আমিও। কথা বলতে বলতে হোটেল রুমে প্রবেশ করলাম। শহরে শীতের তীব্রতা তেমন নেই তাই কম্বল গায়ে তুলে সিলিং ফ্যান চালিয়ে শুয়ে পড়লাম দুজন।

ভোর বেলা ওঠে পাখিকে বললাম পাহাড় দেখা হলো চলো এবার তোমাকে সুমুদ্র দেখাবো। ঘন্টা খানিকের মধ্যে সাজ গোজ সেরে একটা সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম পতেঙ্গার উদ্দেশ্যে। সমুদ্র তীরের তরে তরে সাজানো বড় বড় পাথরের উপর বসে পাখি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলো। অনেক ছবি তুলাম দুজনে। যদিও তখনো পর্যটকদের ভিড় নেই,নেই হকারদের হাক ডাক। তারপরও এক মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলাম দুজনে। রোদের তীব্রতা বাড়ায় আবারো সিএনজি চেপে হোটেলে ফিরে ল্যাগেস গুছিয়ে নিলাম।

আপিকে ফোন দিয়ে ঠিকানা জানলাম সে কোথায় দেখা করবে। যথারিতী হোটেল রুম ছেড়ে দুজনে ল্যাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ড পৌঁছে টিকিট কেটে বাসে ওঠে ছিটে বসলাম। এবার গন্তব্য মহিপাল বাজার। এখন কেন জানি আমার মধ্যে অদৃশ্য মায়া বোধ কাজ করছে। বাসায় ফিরছি আমরা। পাখিকে ছেড়ে থাকতে হবে আমাকে এমন অনেক চিন্তায় মগ্ন রয়েছি। দুপুরে মহিপাল বাজার বাস স্ট্যান্ডে নামলাম। দুজনে লান্স করলাম ও আপির জন্য বিরিয়ানি পার্সেল নিলাম। এতক্ষনে আপিও খাবার হোটেলে পৌঁছে গেছে। পাখি তার বেস্টিকে পেয়ে খোশ গল্পে মেতে ওঠেছে।

আমিও পুলকিত আপির সাথে দেখা হওয়ায়। খাওয়া শেষে তিনজন মিলে রিকশা চেপে পার্ক ঘুরতে গেলাম। সন্ধ্যা আসন্ন আমাদেরও রাজধানীতে ফিরতে হবে তাই আপিকে বিদায় জানিয়ে আবারো আমরা বাসে ওঠলাম। পাখি অঝরে কাঁদছে তার বেস্টিকে ফেলে চলে যেতে হচ্ছে তাই। অশ্রুসিক্ত বিদায়-যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়,তবু চলে যায়। পাখির সেদিনের কান্নার দূশ্যটা আজও আমার চোখে ভাসে। রাতে রাজধানীতে এসে পৌঁছালাম। কমপিউটার দোকানে গেলাম দুজনে পাখির এডমিশন এপ্লায়ের জন্য। বাবা-মার কড়া শাসনের গন্ডি ছিঁড়েই পাখি বের হয়েছে তাই সময়ের সাথে পাল্লা দিয়ে ছুঁটতে হচ্ছে আমাদের।

রাতে বিছানাই শুয়ে অনেক গল্প করলাম দুজনে। ভোরের সূর্য ওঠলেই যে যার নীড়ে ফিরবো। তিন দিনে কত সুখকর স্মৃতি গাঁথা হলো দুজনের হৃদয়পটে। সকালে বেরিয়ে পড়লাম দুজনে। চোখ দিয়ে অশ্রু ঝরছে আমার। পাখি আমার হাতটা শক্ত করে চেপে ধরে বাসের ছিটে বসে আছে। রাজধানীর রাস্তায় প্রচন্ড জ্যাম তাই বাস আটকে আছে। প্রকৃতিও যেন চাইছে আমরা আরো কিছুক্ষন একসাথে থাকি। ঘন্টা দুয়েক পর আমি পাখিকে বাসে তুলে দিলাম। অশ্রুসিক্ত নয়নে বাসের জানালা দিয়ে তাকিয়ে হাত নেড়ে সেও আমাকে বিদায় জানালো।

কষ্টে আমার বুকের পাঁজড় ভেঙ্গে যাচ্ছে,আমি যেন কি হারিয়ে ফেলেছি। সাথের ল্যাগেজটাও এত ভারী লাগছে তা টানার ক্ষমতা নেই আমার। বাকরুদ্ধ হয়ে কিছু সময় বাস কাউন্টারে বসে থেকেই টিকিট কাটলাম। বাস ছাড়ার টানা ৬ ঘন্টা পর বাসায় ফিরে বিছানায় শুয়ে পড়লাম। এর মধ্যে গায়ে জ্বর চলে এসছে অনেকটাই শোকে। সে রাতে আর কিছু খেতে পারলাম না। মনের কষ্ট চেপে রেখে একবার পাখিকে কল দিলাম। ফোন তুলতেই পাখি জানতে চাইলো আমি বাসায় পৌঁছেছি কিনা। বাসায় আছি ও সুস্থ আছি জানিয়ে তার বাসায় কোন সমস্যা হয়েছে কি জানতে চাইলাম। বাসার পরিবেশ স্বাভাবিক জানিয়ে প্রচুর ক্লান্ত থাকায় সে ঘুমাতে যেতে চাইলো।

আমিও কথা না বাড়িয়ে বালিশে মাথা গুজে ঘুমিয়ে গেলাম। ভোরের সূর্য ওঠতেই টেকস্ট করলাম গুড মর্নিং অক্সিজেন। সাথে সাথে রিপ্লে এলো শুভসকাল। গায়ে ব্যাথা হয়েছে কি তোমার? ( আমি )। আমি সুস্থ আছি আপনি (পাখি)। দুজনে ভিডিও কলে একে অপরকে দেখতেই আমি কেঁদে ফেললাম। ভালোবাসা কি তখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা এমন এক অনুভুতি যা তোমাকে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত ভুলতে দেবে না। (চলবে)

বিঃদ্রঃ  লেখাটি সম্পূর্ন লেখকের নিজিস্বি চিন্তা ও মতামত। কোন প্রকার ভূল ত্রুটির জন্য প্রকাশক দায়ী নহে।

সর্বশেষ - সারাদেশ