সর্বশেষ খবরঃ

হাতিয়ায় বিএনপির রাজনীতিতে চমক দেখালেন শাহনেওয়াজ

হাতিয়ায় বিএনপির রাজনীতিতে চমক দেখালেন শাহনেওয়াজ
হাতিয়ায় বিএনপির রাজনীতিতে চমক দেখালেন শাহনেওয়াজ

মোঃ হানিফ উদ্দিন সাকিব হাতিয়া ( নোয়াখালী )জেলা প্রতিনিধি :: হাতিয়ায় বিএনপির রাজনীতিতে হঠাৎ চমদিলেন সাবেক ছাত্রনেতা শাহনেওয়াজ।হাতিয়ায় গত এসপ্তাহে তিনটি ইউনিয়নের ৫টি বাজারে পথসভা করেন ছাত্রনেতা শাহ নাওয়াজ। প্রতিটি পথসভায় লোকে লোকারণ্য। যা সাবেক এই ছাত্র নেতাকে আলোচনায় নিয়ে এসেছে।

রাজনৈতিক ভাবে ঢাকাতে তার অবস্থান আগে থেকে।এলাকায় তেমন একটা আসেন না। নেই স্থানীয় রাজনীতিতে কোন তৎপরতা। গ্রুপিং এ রাজনীতিতে তার আলোচনার একেবারই অনুপস্থিত। উপজেলা কমিটিতে থাকা না থাকা নিয়েও কোন তৎপরতা চোখে পড়েনি। ঈদুল আজহার পর হঠাৎ মাঠে বিচরণ ছিল চোখে পড়ার মতো।

ঢাকা বিশ্বিবিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থীর বাড়ি নোয়াখালী হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে। পিতা মাওলানা আব্দুল হাই সাবেক দুবারের ইউপি চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত শাহ নাওয়াজ। ছিলেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ছাত্রদলের সাধারন সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্বও পালণ করেন এই ছাত্র নেতা। জড়িত ছিলেন সরকার বিরোধী আন্দোলনের প্রথম সারিতে। রাজনীতিতে এগিয়ে যাওয়ার চিন্তা অনেকদিন থেকে । সূযোগের আশায় ছিল অনেক আগ থেকে। এজন্য এলাকার লোকজনের সাথে যোগাযোগ ছিল খুবই নিবিড় ভাবে।

প্রতিদিন বিকাল হলে স্থানীয় লোকজন নিয়ে ছোটে যাচ্ছেন গ্রামে গ্রামে। বিভিন্ন বাজারে মানুষের সাথে করছেন ঈদ শুভেচ্ছা বিনিময়। এর মধ্যে জাহাজমারা সেন্টার বাজার, সোনাদিয়া মাইজদী বাজার ও চরকিং ভৈরব বাজার তিনটি পথসভা করেন তিনি। এসব পথসভায় একমাত্র বক্তাও তিনি।

সাথে থাকা সৈকত নামের একজন জানান, এসব পথসভার পূর্বের কোন প্রস্তুতি র্ছিল না। বাজারে শাহ নাওয়াজ এসেছেন এই সংবাদ চড়িয়ে পড়লে চারদিক থেকে লোকজন এসে জড়ো হয়ে যেত। যা এক সময় পথসভায় রুপ নিয়েছে। পরে মানুষের অনুরোধে উচু জায়গায় দাড়িয়ে বক্তব্য দিয়েছেন তিনি।

শাহ নাওয়াজ জানান, রাজনীতির প্রথম থেকে ছাত্রদলের সাথে জড়িত ছিলেন। এখন বিএনপির রাজনীতির সাথে জড়িত। হাতিয়ার মানুষ খুবই অবহেলিত। তার জন্ম এই দ্বীপে পিতা মাতাসহ পূর্ব পুরুষের সবাই হাতিয়ার। এজন্য এই অঞ্চলের প্রতিনিধিত্ব করার প্রত্যাশা অনেক আগ থেকে।

রাজনীতিতে অভিজ্ঞতা অনেক হয়েছে এখন সূযোগ এসেছে তাই দলের মনোনয়ান চাইবেন। ইতিমধ্যে মানুষের আগ্রহ দেখে অভিবুত হয়েছেন। বিভিন্ন বাজারের দুচারজন নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে পথসভায় রুপ নিয়েছে। যা দেখে তিনি নিজেও অবাক হয়েছেন।

উপজেলা পর্যায়ে কোন গ্রুপের হয়ে কাজ করতে চান না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবেন বলে জানান তিনি।

উল্লেখ্য,নোয়াখালী-৬ হাতিয়াতে শাহ নাওয়াজ ছাড়াও সাবেক সংসদ প্রকৌশলী ফজলুল আজিম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে জন্য মাঠে কাজ করছেন।

আরো খবর

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
সরকারি কলেজগুলোকে ৪ ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জাম্বুরী পার্কে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের  বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা
যশোরে সরকারি সার আত্মসাতের
যশোরে সরকারি সার আত্মসাতের ঘটনায় গ্রেফতার-৩
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
খাগড়াছড়িতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাতিয়ায় জামায়াতের প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প