যশোর আজ শনিবার , ১০ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

হাতিয়ায় ট্রাফিক পুলিশ ও পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১০, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
বেনাপোলে ট্রাফিকের দায়িত্ব পালন করা শীক্ষার্থীদের খাদ্যসামগ্রী দিলো“আলোকিত-৯৭”
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মোঃহানিফ উদ্দিন সাকিব :: সড়কের শৃঙ্খলা ফেরাতে হাতিয়া উপজেলায় এবার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ছাত্ররা। আজ শনিবার ( ১০ আগষ্ট ) সকাল থেকে শহরের ব্যস্ততম বিভিন্ন স্পট গুলিতে তারা যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের ও পরিষ্কার পরিচ্ছন্নতার দ্বায়িত্ব পালন করে।

শহরের মেইন বাসষ্টান্ড, থানার সামনে ও ওছখালী বাজার মোড়ে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় কিছু সংখ্যাক নৌবাহিনী, আনছার সদস্যরা ও ছাত্রদের সাথে ছিলেন। স্বেচ্ছায় এমন দ্বায়িত্ব পালন করায় সাধারণ জনতা তাদেরকে ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন। শহরের মেইন বাসষ্টান্ডে মুখে বাশি নিয়ে ট্রাফিক পুলিশের মত দ্বায়িত্ব পালনরত করছেন হাতিয়ার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী।

ছাত্ররা জানায়,পুলিশের কোন সদস্য এখন রাস্তাতে নামছে না। এতে সড়কে শৃংখলা ভেঙ্গে যানজটে সাধারণ মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। এজন্য তারা স্বেচ্ছায় সড়কে নেমে এসে যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের কাজ করছে। এছাড়াও স্কাউট দল ও তারা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে ছাত্রদের সাথে যোগ দিয়ে দিক নির্দেশনা ও সহযোগিতা করতে দেখা গেছে।

সর্বশেষ - সারাদেশ